মুন্সীগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে পদ্মায় তীব্র স্রোতের সাথে বৈরী আবহাওয়ায় নদী এখনো উত্তাল রয়েছে। আজ সোমবার সকাল ৯ টা থেকে ফেরি চলাচল শুরু হয়। তার পূর্বে গতকাল রবিবার দুপুর থেকে ৭ টি ডাম্ব ফেরি দীর্ঘ ২০ ঘন্টা বন্ধ থাকার পর আজ পুণরায় চলাচল শুরু হয়। তবে যে কোন মুহুর্তে আবারও ডাম্ব ফেরি পারাপার বন্ধের আশংকা রয়েছে।
এ বিষয়ে মাওয়ার (বিআইডব্লিউটিসি) অফিসের ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক এবিনিউজকে নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোত দেখা দিয়েছে। গতকাল রবিবার দুপুরে তীব্র স্রোতের সঙ্গে পদ্মা নদী উত্তাল হয়ে উঠলে নিয়ন্ত্রণ হারানোর আশংকায় এ রুটের ৭ টি ডাম্ব ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়। এদিকে আজ সকাল ৯ টার সময় নদী কিছুটা শান্ত হলে ডাম্ব ফেরিগুলো চলাচল শুরু হয়। তবে ঘাট এলাকাতে যানজট না থাকালেও যাত্রীদের দূর্ভোগের পোহাতে হচ্ছে।
তিনি আরও জানান, আজ সকাল থেকে ডাম্ব ফেরি চলাচল শুরু হলেও তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। এদিকে ঈদ যত ঘনিয়ে আসছে অপরদিকে পদ্মায় তীব্র স্রোতের সাথে বৈরী আবহাওয়াও উত্তাল হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সাধারণ যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হবে।
এবিনিউজ
Leave a Reply