দশ বছর জেল খেটে বের হয়ে প্রতিশোধ নিলো এক ডাকাত!

followupআরিফ হোসেন: ১০ বছর পর জেল থেকে মুক্তি পেয়ে প্রতিশোধ নিয়েছে এক ডাকাত। অস্ত্রসহ পুলিশের কাছে ধরিয়ে দেবার কারণে সাবেদ তালুকদার নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে জাকির হোসেন (৩২) নামে ঐ ডাকাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী। আহত সাবেদ তালুকদার এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রবিবার দুপুরে শ্রীনগর থানায় আট জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা জায়, শ্রীনগর উপজেলার আলমপুর গ্রামের জাকির হোসেন ও মো. রুবেল ২০০৪ সালে দুইটি আগ্নেয়াস্ত্র, ককটেল ও গুলিসহ পুলিশের কাছে ধরা পরে। ডাকাতির প্রস্তুতির অভিযোগে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। প্রায় ১০ বছর জেল খাটার পর গত কয়েক মাস আগে জেল থেকে মুক্ত হয়ে আসে জাকির ও রুবেল। রুবেল কিছুদিন পূর্বে বিদেশ চলে যায়।

কিন্তু জাকির মুক্ত হয়েই প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেবার অপরাধে একই গ্রামের সাবেদ তালুকদারকে উচিৎ শিক্ষা দিতে জাকির সুযোগ খুজতে থাকে। শুক্রবার সন্ধ্যায় আলমপুর রাস্তায় জাকিরের নের্তৃত্বে মনির (৩০) পলাশ(২৬) আনোয়ার(৩৫), রমিজ (৪৫) বুলবুল (৩০) সিরাজ (৪২)সহ কতিপয় সন্ত্রাসী তার উপর হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা সাবেদ তালুকদারকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তাকে শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

Leave a Reply