পদ্মায় উত্তাল ঢেউ আর প্রবল স্রােতের কারনে মাওয়া- কাওড়াকান্দি নৌরুটের হাজরা চ্যানেলে নিয়ন্ত্রন হারিয়ে দুটি ফেরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৫জন যাএী।
মাওয়া বিআইডাব্লিউটিসি অফিসের ম্যানেজার (বানিজ্য) সিরাজুল হক জানান, রবিবার সন্ধ্যায় ফেরি রায়পুরা ও রোরো ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন প্রবল স্রােতের তোরে গতি ঠিক রাখতে না পেরে নিয়ন্ত্রন হারিয়ে ফেললে হাজরা চ্যানেল পয়েন্টে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেরি দুটিকে পাড়ে নেওয়ার কাজ চলছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য কাওড়াকান্দি এলাকার একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে জানাগেছে।
বাংলাপোষ্ট
Leave a Reply