অন্যের মনে আঘাত দিয়ে
যায় না সুখী হওয়া,
এই কথাটি আমার তো নয়
মুরব্বীদের কওয়া।
সুখী হওয়ার পূর্ব শর্ত
পরস্পরকে জানা,
বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে
ভুল খুঁজতে যে মানা।
দুঃখ-সুখের খুন সুটিতে
জীবন থাকে পূর্ণ,
অবিশ্বাসের দো-দোল্যতায়
সংসার ভেঙ্গে চূর্ণ।
ছোট খাটো ভূল ত্রুটি’কে
দোষ যদি না ধরো,
ভালোবাসার মাফকাঠিতে
তুমিই হবে বড়।
সমালোচনা যতো সাজে
শুদ্ধি ততো নয়,
হউক না সেটা যতো কঠিন
করতে হবে তা জয়।
আর দেরী নয় ভুলটা নিজের
শুধরে তুমি নাও,
জীবন জুটির ভালো কাজে
হাত তালিটা দাও।।
টোকিও
Leave a Reply