ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল চূড়ান্ত করার আগে গতকাল কোচ চন্দিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে বসেছিল জাতীয় নির্বাচক প্যানেল। তাদের মতামত পাওয়ার পর আজ দল চূড়ান্ত করতে চান নির্বাচকরা। প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল দেয়া হবে প্রথমে। টেস্ট দলও দিয়ে রাখবেন তারা, তা প্রকাশ করা হবে পরে। কোচ এবং অধিনায়কের সঙ্গে পরামর্শের পর ফারুক আহমেদ বলেন, ‘অধিনায়ক ও কোচের মতামতের পর প্রাথমিক একটা তালিকা করেছি আমরা। কন্ডিশন মাথায় রেখে তাদের মতামত নিয়েছি। কারণ তারাই খেলোয়াড়দের কাছ থেকে দেখে এবং অধিনায়ক দল চালায়।’
বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ যাবে ১৩ আগস্ট। তিন ম্যাচ ওয়ানডে, একটি টি-টোয়েন্টি আর দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে। ব্যর্থতার বৃত্তবন্দি বাংলাদেশ দলের জন্য সফরটি গুরুত্বপূর্ণ বুঝতেই পারেন। প্রধান নির্বাচকের দৃষ্টিতে যা চ্যালেঞ্জি, ‘দল করার ব্যাপারে দু-তিনটা জিনিসে মনোযোগ দেই আমরা। প্রথমত, কোন কন্ডিশনে খেলছি, কার বিপক্ষে খেলছি। এত দিন আমরা হোমে দল বানিয়েছি, এবার ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন পরিবর্তন হয়েছে। পুরোপুরি সিমিং বা স্পিনিং ট্র্র্যাক তারা বানায় না। কিছুটা মিশ্রণ হয়ে থাকে। আমাদের স্ট্রং এবং তাদের দুর্বল পয়েন্ট কী, স্পিন না পেস। এটা মাথায় রেখে দল বানাতে হচ্ছে। আসলে সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরটি বেশ চ্যালেঞ্জিং হবে।’
শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ভারত সিরিজের দুমড়ে-মুচড়ে যাওয়া দল বাংলাদেশ। দেড় দুই বছর ভালো খেলার রেকর্ড গড়াগড়ি গেছে ব্যর্থতার ধুলোয়। হতাশার চোরাস্রোতে নিমজ্জিত পুরো দল। তামিম ইকবাল, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, মুমিনুল হকের ব্যাটে রানখরা। বাংলাদেশ দলে এখন দুশ্চিন্তার নাম ব্যাটিং। ফারুক আহমেদও ব্যাটিংয়ে দুর্বলতা দেখছেন, ‘শেষ সিরিজগুলো যদি দেখি, বিচ্ছিন্ন কিছু ইনিংস ছাড়া ব্যাটিং আমরা ভালো করিনি। সর্বশেষ ভারতের সিরিজে লো স্কোরিং ম্যাচ জিততে পারিনি। ব্যাটিংটা আমাদের দুশ্চিন্তার কারণ। ওপেনিংয়ে রান পাচ্ছিল না, লেট-মিডলঅর্ডারে রান নেই। বিশ্বকাপ সামনে অস্ট্রেলিয়াতে, দ্বিপাক্ষিক সিরিজগুলো তাই গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই। একই সঙ্গে ম্যাচগুলো বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখতে চাই। হাথুরুসিংহে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন দেয়ার চেষ্টা করছেন। কালকে (মঙ্গলবার) আমি দেখেছি, বোলিং মেশিনে শট-পিচ ডেলিভারি দেয়া হচ্ছিল ব্যাটসম্যানদের। সুতরাং নির্দিষ্ট স্কিল ট্রেনিং করছে প্রচুর। আশা করি, ঘাটতিগুলো উতরে যেতে পারবে তারা।’
সাকিব ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা কঠিন হতে পারে। তার কাছে ব্যাটিং-বোলিং দুটোই পাওয়া যেত। সে থাকলে একজন অতিরিক্ত ব্যাটসম্যান বা বোলার নিয়ে খেলতে পারত দল। তার জায়গায় এখন দুজনকে নিতে হবে। দল নির্বাচন করতে গিয়ে গলদঘর্ম হচ্ছেন প্রধান নির্বাচক, ‘সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যে সমস্যাটা হচ্ছে, সাকিবের বিকল্প চিন্তা করতে গিয়ে একজন খেলোয়াড় বেশি নিতে হচ্ছে। সাকিব বোলিং-ব্যাটিং দুটোই করতে পারে। তারপরও আমরা বলব, ২৪ জন খেলোয়াড় রেখেছি দলে। সাকিব যে কাজটা করেছে সেটা করতে বাঁ-হাতি স্পিনার আমাদের আছে, ব্যাটসম্যানও আছে। আশা করি, সাবিকের অভাবটা পূরণ করতে পারব। তবে একজন অতিরিক্ত বোলার বা ব্যাটসম্যান খেলাতে হবে।’
ছন্দচ্যুত ব্যাটিং-লাইনের বড় নাম তামিম। বিশ্বকাপের আগে তার ছন্দে ফেরা গুরুত্বপূর্ণ। ফারুক জানান, কোচের অধীনে কঠিন পরিশ্রম করছেন বাঁ-হাতি ওপেনার। নাসির, মুমিনুলও পুরোদস্তুর ব্যাটসম্যান হয়ে ওঠাতে ছিদ্রান্বেষণ করেছেন নেটে। হাথুরুসিংহে খুত সারানোর মলম নিয়ে তাদের পাশে রয়েছেন। সুতরাং ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিজ্ঞরাই থাকছেন কোচের বাজির ঘোড়া। সাকিবের জায়গায় দলে ঢুকতে পারেন বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি। আবদুর রাজ্জাক, সোহাগ গাজী এ দুজনকে নেয়া হতে পারে। পেসার মাশরাফি বিন মুর্তজার সঙ্গে তাসকিন আহমেদ, আল আমিন হোসেন নিশ্চিত। রুবেল হোসেনও লাইনে আছেন। ব্যাটিংয়ে তামিম ইকবাল, শামসুর রহমান, এনামুল হক বিজয়, সাবি্বর রহমান, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও নাসির হোসেনকে নিয়ে হতে পারে ওয়ানডে দল। লাইনে দাঁড়িয়ে রয়েছেন ইমরুল কায়েসও।
আলোকিত বাংলাদেশ
Leave a Reply