নিষেধাজ্ঞা সত্ত্বেও বুড়িগঙ্গায় চলছে বালুবাহী বাল্কহেড

পরিবহন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও বুধবার দিনভর বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেড ও ট্রলার চলাচল করেছে। ফলে ঢাকার সদরঘাট ও নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার লঞ্চ চলাচল অন্যান্য দিনের মতোই বিঘ্নিত হয়েছে।

ঈদকে সামনে রেখে নৌপথে যাতে যাত্রীবাহী লঞ্চ নির্বিঘ্নে চলাচল করতে পারে সে লক্ষ্যে সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সভায় বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতে ২২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৫ দিন বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়, যা মঙ্গলবার (২২ জুলাই) থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার বিষয়টি বাল্কহেড মালিক সমিতির নেতাদের জানানো হয়েছে। এরপরও নিষেধ অমান্য করে যারা বাল্কহেড চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বর্তমান

Leave a Reply