মাওয়ায় তিন লঞ্চ মালিককে জরিমানা

mawa456মাওয়ায় অতিরিক্ত সিট স্থাপন, ফিটন্যাস সার্টিফিেিকট ও বয়া না থাকায় তিন লঞ্চ মালিককে বুধবার বিকালে ২ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাওয়া-কাওড়াকান্দি নৌ রটে চলাচলকারী এই লঞ্চ ৩টি হচ্ছে– এমভি হাওলাদার এক্সপ্রেস, এমভি সাগর ও এমভি সিয়াম মাহমুদ।

একই সাথে এই রুটে চলাচলকারী স্পিটবোডের যাত্রীদের লাইফ জ্যাকেট না থাকায় সর্তক করা হয়েছে। লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করার জন্য ২৪ ঘন্টা সময় দেয়া হয়েছে। এই জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান। তার সাথে আরও উপস্থিত ছিলেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের চীফ ইন্সপেক্টর সফিকুর রহমান ও ইন্সপেক্টর সফিক আইয়ুব।

ভ্রাম্যমান আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান জানান, তিনটি লঞ্চেরই ফিটন্যাস সার্টিফিকেট ছিল না। এমভি সাগর লঞ্চে ৮০ স্থলে ১২০টি সিট স্থাপন করা হয়েছে। এমভি সিয়াম মাহমুদ লঞ্চের কেবিনে বয়া নেই। দ্রুততম সময়ে এসব সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত চলবে উল্লেখ করে তিনি জানান, অতিরিক্ত যাত্রী বহন করা হলে তাৎক্ষনিক জরিমানা ও শাস্তি দেয়ার হবে।

Leave a Reply