মাওয়া-কাওরাকান্দি নৌরুট : ফেরি সার্ভিস স্বাভাবিক

mawa255টানা তিন দিন পর গতকাল বুধবার মাওয়া-কাওরাকান্দি নৌরুটের ফেরি সার্ভিস ছিল স্বাভাবিক। ফেরিবহরের ১৬টি ফেরিই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে।

গত তিন দিনে থেমে থেমে তীব্র ঘূর্ণিস্রোত ও ঢেউয়ের কারণে ফেরি চলাচল বিঘি্নত এবং রো রো ফেরিঘাট ভাঙনের কবলে পড়লে ফেরি চলাচলে বাধার সৃষ্টি হয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। সব সমস্যা কাটিয়ে এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মাওয়ার বিআইডাবি্লউটিসির মেরিন অফিসার আহমেদ আলী জানান, যানবাহন সংকটের কারণে সকাল থেকে ফেরিবহরের ১৬টি ফেরির মধ্যে সাত-আটটি ফেরি মাওয়ার ভাসমান কারখানায় অলস বসিয়ে রাখা হয়। অন্যদিকে ঘাট কাউন্টারের স্টাফ মো. জাহিদ হোসেন জানান, ফেরি কাউন্টারগুলো অনেকটা কর্মব্যস্তহীন হয়ে পড়েছে।

তবে আগামীকাল শুক্রবার যানবাহনের চাপ বেড়ে যেতে পারে বলে জানান বিআইডাবি্লউটিসির ম্যানেজার সিরাজুল হক। তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা রোধে ফেরিঘাট ভাঙনের কবল থেকে রক্ষায় বালুর বস্তা ফেলা হচ্ছে।

কালের কন্ঠ

Leave a Reply