বিমূর্ত দীর্ঘশ্বাস – নূর কামরুন নাহার

ঘাটলায় দুটো সিঁড়ি ক্ষয়ে গেছে শেওলায়
তোমার চাদরে কি এভাবেই ধুলো জমে যায়?
উত্তরীয় তাই খুলে রেখেছো কী বিষণœ চাঁদের গায়
পিছলের ভয়ে বহুদূর ফেলে রেখে নোঙর

বসন্ত দিনে নোনা ধরা বুকে জমেছে নুড়ির আকর!
বহুবার ঠকে গেছো ভালোবেসে
প্রেম মরে গেছে বিমূর্ত দীর্ঘশ্বাসে!
জেনেছি এই বেলায়,
ভালোবাসা মরে না, ঠকে না
শুধু রং বদলায়।

জনকন্ঠ

One Response

Write a Comment»
  1. বহুবার ঠকে গেছো ভালোবেসে
    প্রেম মরে গেছে বিমূর্ত দীর্ঘশ্বাসে!
    জেনেছি এই বেলায়,
    ভালোবাসা মরে না, ঠকে না
    শুধু রং বদলায়।-অসাধারণ।

Leave a Reply