সিরাজদিখানে শুরু বৃক্ষরোপণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানের এপেক্স গার্ডেনে শুক্রবার বৃক্ষরোপণ শুরু হয়েছে। ঔষধি, বনজ ও ফলদ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ এপেক্সের ডিজি-১ আব্দুল মতিন সিকদার।

অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশবিদ মো. আরিফুর রহমান, এপেক্সের সাবেক জাতীয় সভাপতি অভিজিৎ দাস ববি, এপেক্সের সেবা পরিচালক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের সভাপতি আনোয়ারা আক্তার। উপস্থিত ছিলেন এপেক্সের সাবেক ডিজি-১ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মো. দিদার হোসেন, আহম্মেদ বিন আনোয়ার নিশাদ, সাগর হোসেন ও ফাউরুজ জাওয়াত প্রমুখ।

এপেক্স গার্ডেনে বিপুল পরিমাণ আম্রপোলি, জলপাই, লটকন, কামরাঙ্গা, কাঁঠাল, চালতা, রোয়াল, জামরুল, সুপারি, কৃষ্ণচূড়া, বেল ও সেগুন গাছ রোপণ করা হয়।

প্রসঙ্গত, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল ইতিমধ্যে জেলায় তিন লাখ চারা বিতরণ, রোপণ ও পরিচর্যা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

কালের কন্ঠ

Leave a Reply