মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কোলাপাড়া ইউনিয়নের ঢাকা-মাওয়া মহাসড়কের পূর্বসমষপুর এলাকা থেকে অজ্ঞাত (৬৮) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সোয়া ১১ টার সময় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-মাওয়া মহাসড়কের পূর্বসমষপুর এলাকার রাস্তার পাশ্বে এক বৃদ্ধের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত নাম পরিচয়হিন ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। তবে বৃদ্ধের শরিরে কোন জামা ছিলনা পড়নে শুধু লুঙ্গি ছিল।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঢাকা-মাওয়া মহাসড়কের কোন গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা মেরে রাস্তার পাশ্বের খাদে ফেলে দিয়ে চলে যায়। আর এতেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। তবে নিহত বৃদ্ধের এখনো কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
এবিনিউজ
Leave a Reply