অকমর্ন্য সরকার – রাহমান মনি

ঈদ আসলেই নাড়ীর টানে,
ছোটে সবাই বাড়ীর পানে।
লঞ্চ, বাস আর রেলগাড়ী,
ছুটছে সবাই যাবে বাড়ী।

সুযোগ বুঝে বাড়ছে ভাড়া,
জানে সবার আছে তাড়া।
ইচ্ছে মতো করছে সবাই,
দেখার যেনো কেউ মোটে নাই।

বখরা নামের চাঁদাবাজী,
দিতে যদি না হন রাজী।
বাড়ী যাবেন প্রাণটা বিহীন,
স্বজনদের ঈদ করে মলিন।

মন্ত্রী বলেন, দিলে তালা,
বাড়ী হবে সিল গালা।
পড়বে না কেউ বিপদে,
থাকবে বাড়ী নিরাপদে।

ঈদ শেষে বাড়ী ফিরে,
চেয়ে দেখি এটা কি রে!
ভেতর খালি, বাইরে তালা,
দেখে বাড়ে মনের জ্বালা।

মন্ত্রীর কথায় খেয়ে ধরা,
দিতে হ’ল মূল্য চড়া।
অকমর্ন্য এই সরকার,
নেই মোটেই আর দরকার।।

টোকিও

Leave a Reply