স্বজন হারানোর আহাজারিতে ভারি মাওয়া

mawaSwajonস্বজন হারানোর আহাজারিতে ভারি হয়ে উঠেছে মাওয়া লঞ্চঘাট এলাকা। মা খুঁজে বেড়াচ্ছে মেয়েকে, স্বামী খুঁজছে স্ত্রীকে, পিতা খুঁজছে সন্তানকে। সোমবার দুপুর পর্যন্ত দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কয়েকশ’ যাত্রী নিখোঁজ রয়েছে।

উদ্ধারের জন্য মাওয়া পৌছেছে র‌্যাবের হেলিকাপ্টার, নৌবাহিনীর ১২ সদস্যের ডুবরি দল,ফায়ার সার্ভিস, নারায়নগঞ্জ থেকে উদ্ধার কারী জাহাজ রুস্তম মাওয়ার পথে।

উদ্ধার তৎপরতায় সেনাবাহিনীর সদস্যরা ও যোগ দিয়েছে । এদিকে, লঞ্চ ডুবির খবর পেয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, এবং বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
mawaSwajon
সেনা বাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যসহ বিভিন্ন দফতরের লোকজন উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

বার্তা২৪

Leave a Reply