উচ্ছল মিম এখন পদ্মায় নিশ্চল লাশ!

PinakMimঈদের দু’দিন পর মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল ডেমরা কোনাপাড়া শামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী ইশরাত জাহান মিম (১৪)। নানাবাড়ি বেড়াতে গিয়ে অনেক আনন্দ করেছে সে। অনেক ছবিও তুলেছিল মিম। স্কুলে গিয়েই বান্ধবীদের ছবিগুলো দেখাবে বলে, বাবা ইব্রাহিম হোসেনকে ফোনে জানিয়েছিল সে। তবে মিমের সেই ইচ্ছা আর পূরণ হলো না। সোমবার পিনাক-৬ এর সঙ্গে রাক্ষুসী পদ্মা কেড়ে নিল মিমকেও। বৃহস্পতিবার মাওয়া ঘাট থেকে অর্ধগলিত লাশ নিয়ে যাওয়ার সময় কান্নাজড়িত কণ্ঠে জনকণ্ঠকে এমনটাই জানান ইব্রাহিম হোসেন। স্ত্রী বিউটি বেগমকে (৩৪) সোমবারই জীবিত খুঁজে পান বলে জানান তিনি। সোমবার পিনাক-৬ এ থাকা তিন শতাধিক যাত্রীর পরিবারের ঈদের খুশি কয়েক সেকেন্ডেই বদলে যায় স্বজনহারা বেদনায়।

নিহত মিমের বাবা গাজীপুরের কাপাসিয়ার ইব্রাহিম হোসেন জানান, ঈদের দু’দিন পর স্ত্রী বিউটি বেগমের (৩৪) সঙ্গে মেয়ে মিমও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পীরের চরে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম হোসেন বলেন, রবিবার রাতে আমার মেয়ে আমাকে ফোন করেছিল। ও আমাকে বলেছিল, ‘বাবা, আমরা কাল সকালে রওনা দেব। বাবা আমরা এখানে অনেক মজা করেছি, অনেক ছবি তুলেছি। স্কুলে গিয়েই আমার বান্ধবীদের ছবিগুলো দেখাব। যাত্রাবাড়ী থেকে তুমি আমাদের নিয়ে যেয়ো বাবা।’ এ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন ইব্রাহিম।
PinakMim
তিনি বলেন, সকালে লঞ্চে উঠেও ওরা আমাকে ফোন দিয়েছিল। পরে আমি কাজে বের হয়ে যাওয়ায় আর ওদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। দুপুর ১টার দিকে ওদের আনতে যাত্রাবাড়ী যাওয়ার কথা ছিল আমার। দুপুর ১২টার দিকে লঞ্চডুবির খবর পাই। সে সময় ওদের মোবাইলে কল করে ফোন বন্ধ পাই। পরে আমি সঙ্গে সঙ্গে মাওয়া চলে আসি। এসে আমার স্ত্রী বিউটিকে জীবিত পাই। কিন্তু তখন মেয়ের সন্ধান পাইনি। বুধবার শরীয়তপুর থেকে মিমের লাশ উদ্ধার করা হয় বলে জানান ইব্রাহিম হোসেন।

পদ্মাপারে বাতাসে লাশের গন্ধ ॥ গত সোমবার মাওয়ার অদূরে মাঝ পদ্মায় ডুবে যায় শরীয়তপুরের কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চ এমএল পিনাক-৬। ওই লঞ্চে প্রায় তিন শতাধিক যাত্রী ছিল। মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী ১১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। লঞ্চের বাকি যাত্রী সবাই নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তাদের অলৌকিক কোন কিছু না ঘটলে নিখোঁজরা সবাই নিহত। লঞ্চডুবির চারদিন পার হয়ে গেছে। এর মধ্যে নিখোঁজ অনেকের লাশ ভেসে উঠছে পদ্মায়। ভেসে ওঠা অনেকের লাশ নিয়ে আসা হচ্ছে মাওয়ার কন্ট্রোল রুমে। লাশ নিয়ে আসার সময় আধগলা লাশের গন্ধ ছিল প্রকট। পদ্মাপারের বাতাসে এখন পাওয়া যাচ্ছে লাশের গন্ধ।

কি হবে ক্ষতিপূরণ দিয়ে ॥ যে ক্ষতি পূরণ দেয়ার কথা বলা হচ্ছে, কি হবে এই ক্ষতিপূরণ দিয়ে? ক্ষতিপূরণ দিলেই কি ফিরে আসবে আমার বোন? এই ক্ষতিপূরণ চাই না। আমার বোন হয়ত আর বেঁচে নেই। আমি আমার বোনের লাশ চাই। আমার বোনের লাশটাই আমাদের দেন। বুধবার পিনাক-৬ নিখোঁজের ঘটনায় নিজের নিখোঁজ বোনের সন্ধানে এসে এমনভাবে নিজের বেদনার কথা সাংবাদিকদের কাছে বলছিলেন ঝালকাঠির ফারিজা আক্তার।

তিনি সাংবাদিকদের বলেন, সোমবার থেকেই খোঁজাখুঁজির নামে নাটক করছে প্রশাসন। চারদিন হয়ে গেল এখনও এখানে উপস্থিত স্বজনদের লাশও দিতে পারছে না তারা। তিনি আরও বলেন, স্থানীয় ছেলেরা ব্যক্তিগত উদ্যোগে স্পিডবোট দিয়ে ঘুরতে গিয়ে বুধবার বিকেলে লাশ নিয়ে এসেছে। প্রশাসন কি করেছে? তারা শুধু ওমুক জাহাজ আসছে, তমুক জাহাজ আসছে বলেই সময় পার করছে। তারা আসলে আমাদের লাশ তুলতে দেয় না।

অমানবিক হোটেল ব্যবসায়ীরা ॥ ৪ দিন যাবত পদ্মাপাড়ে অপেক্ষায় আছেন এমএল পিনাক-৬ লঞ্চডুবিতে নিখোঁজদের স্বজনসহ হাজার হাজার মানুষ। স্বজন হারানোর দুঃখ-বেদনার সঙ্গে যোগ হয়েছে মাওয়া ঘাটের খাবার হোটেল ব্যবসায়ীদের অমানবিক আচরণ, এমন অভিযোগ ভুক্তভোগী অনেকের। মাওয়া ঘাটে হোটেল আজমেরী রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে অমানবিক আচরণের শিকার হন মোঃ জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, লঞ্চডুবির সংবাদ পেয়ে ঢাকা থেকে মাওয়া ঘাটে এসেছি। দুপুরে হোটেলে গিয়ে এক পিস ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার পর দাম দিতে গিয়ে পড়লাম বিপদে। দামের কথা জিজ্ঞাসা করতেই বলা হলো ২৭০ টাকা।

কিভাবে ২৭০ টাকা হলো জানতে চাইলে ব্যবসায়ী জানান, ইলিশ মাছের দাম ২৫০ টাকা আর ভাতের দাম ২০ টাকা।

পাশেই আরেকজনের কাছ থেকে মাছের দাম ৮০ টাকা নেয়া হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে হোটেলের ম্যানেজার বলেন, ৮০ টাকা দামের মাছও আছে, ২৫০ টাকা দামের মাছও আছে। আপনাকে ২৫০ টাকার মাছ দেয়া হয়েছে।

জাহাঙ্গীর হোসেনের মতো ভুক্তভোগী হেলাল বেপারীও। তিনি বলেন, হোটেলে খাবার খেতে বসে পড়লাম বিপদে। ভাত দেয়ার পর সবজি দেয়া হলো। না বলাতেও কিছুক্ষণের মধ্যে সামনে নিয়ে আসা হলো ইলিশ মাছ। মাছ দেয়া হলো কেন জানতে চাইলেও সামনে কেউ আসেনি। অনেক পরে একজন বয় আসলে মাছ ফেরত নেয়ার কথা বলতেই রেগে গিয়ে বললেন, এর দাম দিতে হবে। তিনি বলেন, আমি কোন মাছের অর্ডার দেই নাই। তাহলে মাছের দাম কেন দিব? উত্তরে বলা হলো- মাছ ছাড়া ভাত বিক্রি করা হয় না। বাধ্য হয়ে মাছের দামসহ টাকা পরিশোধ করা হলো।

আরেক ভুক্তভোগী ইকবাল জানান, আমাদের টেবিলে এক ট্রাফিক পুলিশ খেতে বসেছেন। তার সামনে আমাদের সঙ্গে যেমন আচরণ করা হলো তা ভাষায় প্রকাশ করা যায় না। ট্রাফিক পুশিল কোন প্রতিবাদ করলেন না। তাহলে আমি কার কাছে বিচার দেব। তিনি বলেন, লঞ্চডুবিতে স্বজন হারানোর কষ্টের চেয়ে হোটেল ব্যবসায়ীদের দেয়া কষ্ট কম নয়। প্রতিদিন মাওয়া ঘাটে খেতে বসে হোটেল ব্যবসায়ীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই নির্যাতন যেন শেষ হবার নয়।

গোপালগঞ্জের ২০ জন এখনও নিখোঁজ ॥ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ থেকে জানান, পদ্মায় লঞ্চডুবির ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে নারী ও শিশুসহ গোপালগঞ্জের অন্তত ২০ জন। এদের বাড়ি গোপালগঞ্জের তিনটি উপজেলার ১২টি গ্রামে। মোট পরিবারের সংখ্যাও ১২। এর মধ্যে মুকসুদপুর উপজেলার ৬ গ্রামের ৬ পরিবারের ১০ জন, কাশিয়ানী উপজেলার ৫ গ্রামের ৫ পরিবারের ৯ জন এবং টুঙ্গিপাড়া উপজেলার একটি পরিবারের একজন নিখোঁজ রয়েছে। এসব পরিবারে এখন চলছে মাতম। নিখোঁজদের পরিবারের সদস্যদের দিন কাটছে পদ্মার পাড়ে। যারা নিখোঁজ রয়েছেন তাঁরা হলেন, মুকসুদপুর উপজেলার সুলতান দীঘিরপাড় গ্রামের পলি বেগম (২৮) ও তাঁর মেয়ে মেঘলা (৬), একই গ্রামের মাকসুদা বেগম (২৮), তাঁর ছেলে হানিফ (আড়াই বছর) ও মেয়ে মেরী আক্তার (৪), আলীপুর গ্রামের তাসলিমা (২৫), প্রচুরিয়া গ্রামের আরাফাত (২২), পালপাড়া গ্রামের আরমান কাজী (১৮) ও মেয়ে মনি (৭) এবং কৃষ্ণদিয়া গ্রামের মোঃ মিন্টু মোল্লা (৩০), কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের মিরাজ (২২), খায়েরহাট গ্রামের মনিরুল মোল্লা (২৭) ও ছেলে রুমান (২), বড় বোন গ্রামের টুটুল মোল্লা (২৪) ও তাঁর স্ত্রী রোশনী (২০), ছেলে মোত্তাকিম, মেয়ে রুমি আক্তার, সাজাইল গ্রামের রুমা বেগম (২৫) ও জাহিদ গাজী (৩৫) এবং টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মিলন বিশ্বাস (৩০)। এদের অনেকেই ছিলেন তাদের পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি।
বরিশালে দু’দিনে ৫ মরদেহ উদ্ধার ॥ নিজস্ব সংবাদদাতা, গৌরনদী থেকে জানান, পদ্মা নদীতে নিমজ্জিত পিনাক-৬ লঞ্চের আরও দু’যাত্রীসহ গতকাল বৃহস্পতিবার তিনজন ও এর আগের দিন বুধবার দু’জনসহ সর্বমোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বরিশালের মেহেন্দীগঞ্জ ও মুলাদী থানা পুলিশ ওই দু’উপজেলার মেঘনা ও ইলিশা নদী থেকে লাশগুলো উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুরে মেহেন্দীগঞ্জের ইলিশা নদী থেকে উদ্ধার করা হয় জাকির হোসেনের (২৭) মরদেহ। জাকির জেলার বাকেরগঞ্জ উপজলার কৃষ্ণকাঠী গ্রামের আব্দুল হামিদ মিয়ার পুত্র। উদ্ধার হওয়া লাশের সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে তার ঠিকানা পাওয়া গেছে। এ ছাড়াও মাওয়ায় লঞ্চডুবির কন্ট্রোল রুমের নিখোঁজদের তালিকায় জাকিরের নাম রয়েছে বলেও তারা নিশ্চিত করেছেন। একইদিন দুপুরে মুলাদী উপজেলার আবুপুর সংলগ্ন নদী থেকে এক শিশু ও এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুটি মরদেহ মাওয়ায় লঞ্চডুবির কন্ট্রোল রুম পাচ্চরের উদ্দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।
এর আগে বুধবার রাতে মেহেন্দীগঞ্জের মল্লিকপুর গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে জিন্সের হাফপ্যান্ট পরনে ও বুকের সামনে কার্টুন আঁকা সবুজ রঙের গেঞ্জি পরিহিত এক শিশুর (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উদ্ধারের পর পুলিশ মুন্সীগঞ্জ, মাওয়া ও কাওড়াকান্দি থানায় মেসেজ পাঠিয়েছেন। এর আগে বুধবার আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সাংসদকে জড়িয়ে ধরে আহাজারি ॥
ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা গ্রাম থেকে স্ত্রী, কলেজ পড়ুয়া দু’কন্যা ও স্কুল পড়ুয়া পুত্র সন্তানকে নিয়ে কর্মস্থল গাজীপুরের উদ্দেশে যাচ্ছিলেন প্রাইভেটকার চালক মিজানুর রহমান বেপারী (৪২)। মাওয়ার পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চডুবির পর পরই স্থানীয়রা স্পিডবোট নিয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় মিজানুরের স্ত্রী রিনা বেগম, কন্যা গাজীপুর সরকারী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আরমিন ও একই কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী আরফিনকে উদ্ধার করলেও মিজানুর রহমান ও তার একমাত্র পুত্র গাজীপুর শাহীন কিন্ডার গার্ডেনের চতুর্থ শ্রেণীর ছাত্র ইমতিয়াজ নিখোঁজ হয়। গতকাল বৃহস্পতিবার সকালে নিখোঁজ মিজানের স্বজনদের খোঁজ খবর নিতে প্রত্যন্ত বরাকোঠা গ্রামে ছুটে যান বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। এ সময় নিখোঁজ মিজানের স্ত্রী রিনা বেগম, দু’কন্যা ও স্বজনেরা সাংসদকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। অন্তত স্বামী ও সন্তানের লাশ ফেরত পেতে শোকার্ত রিনা সাংসদের কাছে জোর দাবি জানান।

কমলনগরে মেঘনা নদী থেকে যুবতীর লাশ উদ্ধার ॥ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাত ২৫/২৬ বছর বয়সের এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার কমলনগর উপজেলার মাতাব্বরহাট সংলগ্ন এলাকা কমলনগর থানা পুলিশ থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পদ্মায় লঞ্চডুবির পর জোয়ারের পানিতে লাশটি ভেসে এসেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত মহিলার পরনে ছিল খয়েরী রংয়ের সেলোয়ার কামিজ, বয়স ২৫ থেকে ২৬ বছর হবে বলে জানান পুলিশ ও স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, এটি পদ্মায় দুর্ঘটনার শিকার লঞ্চটির কোন যাত্রীর মৃতদেহ। দুপুরে একটি ট্রলারে করে ভোলা জেলায় পাঠানো হয়েছে।

জনকন্ঠ

Leave a Reply