মাওয়াঘাটে হোটেল ব্যবসায়ীদের অত্যাচার!

mawa hotel৪ দিন যাবৎ পদ্মাপাড়ে অপেক্ষায় আছেন এমএল পিনাক-৬ লঞ্চ ডুবিতে নিখোঁজদের স্বজনসহ হাজার হাজার মানুষ। স্বজন হারানোর দুঃখ-বেদনার সঙ্গে যোগ হয়েছে মাওয়াঘাটের খাবার হোটেল ব্যবসায়ীদের অত্যাচার, এমন অভিযোগ ভূক্তভোগী অনেকের।

মাওয়াঘাটে হোটেল আজমেরী রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে অত্যাচারের শিকার হন মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, লঞ্চ ডুবির সংবাদ পেয়ে ঢাকা থেকে মাওয়াঘাটে এসেছি। দুপুরে হোটেলে গিয়ে এক পিস ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার পর দাম দিতে গিয়ে পরলাম বিপদে। দামের কথা জিজ্ঞাসা করতেই বলা হলো ২৭০ টাকা।

কীভাবে ২৭০ টাকা হলো জানতে চাইলে ব্যবসায়ী জানান, ইলিশ মাছের দাম ২৫০ টাকা আর ভাতের দাম ২০ টাকা।

পাশেই আরেকজনের কাছ থেকে মাছের দাম ৮০ টাকা নেওয়া হচ্ছে কেন এমন প্রশ্নে বলেন, ৮০ টাকা দামের মাছও আছে, ২৫০ টাকা দামের মাছও আছে। আপনাকে ২৫০ টাকার মাছ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর হোসেনের মতো ভূক্তভোগী হেলাল বেপারীও।

তিনি বলেন, হোটেলে খাবার খেতে বসে পরলাম বিপদে। ভাত দেওয়ার পর সবজি দেওয়া হলো। না বলাতেও কিছুক্ষণের মধ্যে সামনে নিয়ে আসা হলো ইলিশ মাছ।

মাছ দেওয়া হলো কেন জানতে চাইলেও সামনে কেউ আসেনি। অনেক পরে একজন বয় আসলে মাছ ফেরত নেওয়া কথা বলতেই রেগে গিয়ে বললেন, এর দাম দিতে হবে।

তিনি বলেন, আমি কোন মাছের অর্ডার দেই নাই। তাহলে মাছের দাম কেন দিব?

উত্তরে বলা হলো- মাছ ছাড়া ভাত বিক্রি করা হয় না। বাধ্য হয়ে মাছের দামসহ টাকা পরিশোধ করা হলো।

আরেক ভূক্তভোগী ইকবাল জানান, আমাদের টেবিলে এক ট্রাফিক পুলিশ খেতে বসেছেন। তার সামনে আমাদের সঙ্গে যেমন আচরণ করা হলো তা ভাষায় প্রকাশ করা যায় না। ট্রাফিক পুশিল কোনো প্রতিবাদ করলেন না। তাহলে আমি কার কাছে বিচার দিব।

তিনি বলেন, লঞ্চ ডুবিতে স্বজন হারানোর কষ্টের চেয়ে হোটেল ব্যবসায়ীদের দেওয়া কষ্ট কম না।

প্রতিদিন মাওয়াঘাটে খেতে বসে হোটেল ব্যবসায়ীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই নির্যাতন যেন শেষ হবার নয়।

হোটেল আজমেরী রেস্টুরেন্টু এর মালিক মো. সালাম বলেন, ঘাটের হোটেলে এমন ব্যবসা করতেই হবে। আমরা ভাতের সঙ্গে ইলিশ মাছ না বেচলে লাভ করবো কিভাবে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply