অতীতের ঘটনা তদন্ত হলে এ দুর্ঘটনা ঘটতো না

bnpPinak1বিএনপি প্রতিনিধি দলের মাওয়া ঘাট পরিদর্শন
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, যদি অতীতের লঞ্চ ডুবির ঘটনাগুলোর বিষয়ে তদন্ত হতো এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতো, তবে এ দুর্ঘটনা ঘটতো না। এ সময় উদ্ধার কাজে সরকারের অব্যবস্থাপনাকেও দায়ী করেন তিনি।

চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে বিএনপির প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে মাওয়ায় যায়। প্রতিনিধি দলের অন্যতম সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন এ সব কথা বলেন।

শাহ মোয়াজ্জেম হোসেন বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সব ক্ষেত্রেই সেবামূলক বিষয়ে তাদের অব্যস্থাপনা দেখা যায়। ফলে দেশের সব জায়গায়ই বিশৃঙ্খলা ঘটে।
bnpPinak2
তিনি আরও বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর একের পর এক লঞ্চ, সড়কসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। এ পর্যন্ত দেশে প্রায় পাঁচশত দুর্ঘটনা ঘটেছে। যাতে ১০ হাজারের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটি সহ-প্রকাশনা সম্পাদক শফি বিক্রমপুরী, কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আবু সাইদ খোকন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সভাপতি আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির সেক্রেটারি রিপন মল্লিক, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সহ- প্রচার সম্পাদক একেএম মহিউদ্দীন খান মোহন প্রমুখ।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি মাওয়া লঞ্চ ঘাট এলাকায় নিহতদের উদ্দেশে প্রার্থনা করে।

দ্য রিপোর্ট

Leave a Reply