মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় একটি বেসরকারী প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভাংচুর ও লুটপাট করেছে ওসমান গ্রুপ নামের সন্ত্রাসী ও তার লোকজন এসময় আহত হয়েছে ৫ জন।
স্থানীয়রা জানান, রবিবার গভীর রাতে গজারিয়া উপজেলার ভিটিকান্দির ঢাকা-চট্রগ্রাম মহা সড়কের পাশের একটি বেসরকারী প্রতিষ্ঠান শাহ্ ডাইংএন্ড ফিনিশিং মিলস্ লিমিটেড এর ৪ দারোয়ানের হাত-পা বেধে মারধর করে পরে ঐ প্রতিষ্ঠানের জমীর সীমানার দেয়াল ভাংচুর করে। পরে স্থানী লোকজন খবর পেয়ে হাত-পা বাধা অবস্থায় ৪ দারোয়ান আলী আকবর (১৮),মোজ্জামেল (২৮),সাত্তার ৩৫) ও মাহামুদ (২০) কে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
দারোয়ান সাত্তার জানান, রাতে নাইটগার্ডের ডিউটি করার সময় হঠ্যৎ করে ওসমান নামের এক সন্ত্রাসী ও তার লোকজন হামলা চালায় এসময় আমাদের ৪ দারোয়ানের হাত-পা বেধে ব্যপক বারধর ও ভাংচুর করে প্রায় ১৮ লক্ষা টাকার রড সিমেন্ট নিয়ে যায় । এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে।
গজারিয়া থানার ভারপ্রপ্তা কর্মকর্তা ফেরদাউস হোসেন জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বার্তা রিপোর্ট
Leave a Reply