গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন আগামী ২৪ আগস্ট

আগামী ২৪শে আগষ্ট অনুষ্ঠিত হবে গজারিয়া বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন ২০১৪ইং। গত ২৭ জুলাই ঐ ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। প্রার্থীদের যাচাই বাছাই ও প্রার্থী প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ সম্পূর্ণ হয়েছে গত মঙ্গলবার। মর্জিনা বেগম (তালা), মোঃ শাহজাহান (আনারস), মোঃ শহিদুজ্জামান জাকারিয়া (জাহাজ),

মোঃ হুমায়ন কবির সুজন (দোয়াত কলম), মোঃ জাহাঙ্গীর হোসেন সরকার ( মোটর সাইকেল), মোঃ বিল্লাল হোসেন প্রধান (কাপ-পিরিজ) প্রতীক নিয়েছেন।

উপজেলা বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের পুরুষ ভোটের সংখ্যা ৫৯১৯, মহিলা ভোটের সংখ্যা ৫৮৭৮, মোট ভোটের সংখ্যা ১১,৭৯৭, কেন্দ্র ১০টি, কক্ষ ৩২টি, গজারিয়া উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন এই তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, গত ২৩শে মার্চ উপজেলা নির্বাচনের সহিংসতায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন প্রধান নির্মম ভাবে খুন হলে ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে।

বর্তমানে পুলিশের পাহাড়ার মধ্যে দিয়ে ঐ ইউনিয়নে ভাংচুর হামলা, মামলা অব্যাহত রয়েছে। অত্র এলাকার সাধারণ মানুষ মনে করেন- একটি সুষ্ঠু নির্বাচনই শান্তি এনে দিতে পারে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply