জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি

manjuTreedistrজাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাতাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার প্রতিটি থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ৩ লাখ নানা প্রজাতির বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৩ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন কাচারী সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ বৃক্ষ রোপন কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এ অনুষ্ঠানের অতিথিরা জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীদের হাতে তুলে দেয় নানা প্রজাতির গাছের চারা। সেই গাছের চারা তারা নিজ হাতে রোপন করেন।
manjuTreedistr
এ সময় জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মুন্সীগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রী কমিটির উপ-দপ্তর সম্পাদক এড. মৃণাল কান্তি দাস এবং জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এএসপি) জাকির হোসেন মজুমদার প্রমুখ।

এবিনিউজ

Leave a Reply