আসামি রাজীব ইতোমধ্যেই ক্রসফায়ারে নিহত
রামপুরায় মাদকবিরোধী প্রচার চালানোর কারণেই খুন হন সিআইডির সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান। গত এক বছর ধরে চালানো এই মামলার তদন্তে জানা যায়, ফজলুল করিমের এই মাদকবিরোধী প্রচারই রামপুরায় মাদকের নিয়ন্ত্রণে থাকা ছাত্রলীগের কতিপয় নেতার স্বার্থে আঘাত লাগে।
আভাসে ইঙ্গিতে ফজলুল করিমকে থামানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর রামপুরা ছাত্রলীগের সভাপতি তপু শেষ পর্যন্ত তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা পাকা করে।
এ লক্ষ্যে তপু নিজেই ফজলুল করিমকে হত্যার জন্য খুনী ভাড়া করে। হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট ওয়াসিম রতন নামের একজনকে গ্রেপ্তার করা ছাড়াও রাজীব নামের একজন আসামি পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে ইতোমধ্যেই।
হত্যা মামলায় গ্রেপ্তার ওয়াসিম রতন আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেখানেও তপুর সংশ্লিষ্টতার কথা উল্লেখ রয়েছে। ওয়াসিম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কীভাবে ফজলুল করিমকে হত্যা করা হয় তার বিস্তারিত বিবরণ দিয়েছে।
ওয়াসিম তার জবানবন্দিতে বলেছেন, হত্যা পরিকল্পনার মূল হোতা ছিলেন তপু। তপুর অবৈধ মাদক ব্যবসায় সমস্যা সৃষ্টি করার জন্য ফজলুল করিমকে খুন করার পরিকল্পনা করা হয়। হত্যাকান্ডের এক দিন আগে তপু একই এলাকায় তাঁর বান্ধবীর বাসায় ভাড়াটে খুনীদের নিয়ে বৈঠক করেন। ঐ বৈঠকেই ফজলুল করিমকে কিভাবে হত্যা কারা হবে সে ব্যাপারে দিকনির্দেশনা দেন তপু। হত্যাকান্ডে তিনটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বরে জানা গেছে।
গোয়েন্দা সূত্র জানায়, নিহত ফজলুল করিম চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় তিনি রামপুরা এলাকায় মাদক বিরোধী প্রচারাভিযান শুরু করেন। আর এই অভিযানই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। রামপুরা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের চক্ষুশুল হয়ে দাঁড়ান সিআইডি পুলিশের এই সাবেক কর্মকর্তা।
মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইকবাল হোসেন বলেন, পুলিশের সাবেক অতিরিক্ত সুপার ফজলুল করিম হত্যা মামলাটি গোয়েন্দা পুলিশ খুবই গুরুত্বের সাথে তদন্ত করছে।
হত্যাকা-ের পর পরই গোয়েন্দা পুলিশ ওয়াসিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছিল। আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়ার পর বর্তমানে সে জেল হাজতে রয়েছে।
হত্যাকান্ডের অগ্রগতি নিয়ে নিহতের স্ত্রী আফরোজা খান স্বপ্না বলেন, আমার স্বামীকে প্রায় এক বছর আগে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। আমিসহ পরিবারের অন্য সদস্যরা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি। এই ঘটনার পর থেকে আমি সারাক্ষণই আতঙ্কে থাকি।
২০১৩ সালের ২৯ আগস্ট নিজের রিডিং রুমে পত্রিকা পড়ছিলেন সাবেক সিআইডি পুলিশের অতিরিক্ত সুপার ফজলুল করিম। হত্যার আগে তিন-চার মিনিট ফজলুল করিমের সাথে ওই যুবক কথা বলে। পরে তার কপালে অস্ত্র ঠেকিয়ে একটি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি লুটিয়ে পড়লে আরও দুটি গুলি করা হয়। পরে হত্যাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ের স্বামী ব্যারিস্টার মুকিম উদ্দিন খান জাহান আলী বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের ওপর ন্যস্ত করা হয়।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের দক্ষিন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুর নবী জানান, ফজলুল করিম হত্যাকান্ডের ঘটনায় আমরা তিনটি বিষয় মাথায় নিয়ে কাজ করছি। তদন্ত কাজ থেমে নেই। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত পরিশ্রম করছে।
রমনা থানাধীন হাতিরঝিলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রামপুরার সিআইডির অবসরপ্রাপ্ত অতিরিক্তি পুলিশ সুপার ফজলুল করিম হত্যা মামলার প্রধান আসামি রাজিব হোসেন রাজিব ওরফে ভন্ড রাজিব নিহত হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, ৭ আগস্ট বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল রমনা থানাধীন হাতিরঝিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তারা হাতিরঝিল এলকার রেডক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের সামনের রাস্তায় অন্ধকারে দুইটি মোটর সাইকেলসহ ৪ জনকে সন্দেহজনক মনে করে মোটর সাইকেল দুইটি থামানোর সংকেত দেয়। এ সময় তারা মোটর সাইকেল না থামিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশ আত্মরক্ষা ও সরকারী সম্পত্তি রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। উভয়ের মধ্যে গুলিবষর্ণের ঘটনায় অজ্ঞাতনামা একজন গুরুতর আহত হয় এবং অপর ৩ জন একটি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত ছিনতাইকারীকে রমনা থানার টহল পার্টির সাহায্যে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দুক যুদ্ধে পুলিশের নায়েক আক্তারুজ্জামান ও কনস্টেবল রাসেল মিয়া আহত হয়। তারা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ছিনতাইকারীদের গুলিতে ডিবি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্থ হয়।
নিহত রাজিব ওরফে ভন্ড রাজিব রামপুরার অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম হত্যা মামলার প্রধান আসামি। রাজিব তার সহযোগীদের নিয়ে পুলিশ কর্মকতার বাসায় প্রবেশ করে উক্ত হত্যাকান্ড ঘটিয়েছে মর্মে উক্ত মামলায় আসামি ওয়াসিম আহমেদ ওরফে রতন বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের উপ-কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুববর বলেন, নিহত ফজলুল করিম সাহেব মাদক বিরোধী প্রচার অভিযান চালাতেন। তবে এ বিষয়টি আমারাও শুনেছি। হত্যকান্ডের প্রকৃত কারন অনুসন্ধান করার জন্য গোয়েন্দা পুলিশ কাজ করছে।
আশিক আহমেদ, ঢাকাটাইমস
Leave a Reply