মসনদে গিয়ে মন্ত্রী মশাই
নিজের মনে বলে,
পাবলিক যেন তাদের কথা
নিত্য মেনে চলে।
স্বাদ-আহলাদ যেটাই করুক
মন্ত্রী পুত্র গনে,
নির্বিবাধে করবে তারা
সব পুলিশের সনে।
সারাটা দিনে গাইবে সবাই
তাদের গুন-গান,
বিরুধী দল সেসব কথায়
না-ইবা দিল কান।
দূর্ণীতি আর স্বজন প্রীতি
করতে যেন পারে;
প্রশাসন-ই পথ বাতলে
সুযোগ দিবে তারে।
ব্যর্থতার সব খবর যেন
না যায় তাদের কানে,
ধামা চাপা কেমনে দিবে
উপদেষ্টারা তা জানে।
দাতাদের ই সব অনুদান
লুটবে মজা করে,
জনগন তার ফল পেল কি
সে চিন্তা পরে।
ভোটে হেরে গেলে বলে
কারচুপিটার কথা,
কেউ যেন না বুঝে মোটেই
কোথায় তাদের ব্যথা।
সংখ্যালঘু ইস্যু যেন
প্রচার বেশী পায়,
সারাজীবন মন্ত্রী হবার
থাকে এই আশায়।।
টোকিও
Leave a Reply