মীর নাসিরউদ্দিন উজ্জ্বল: মাওয়ায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চে টিকেট কাটা হয়েছিল ৩শ’ ৩৮ যাত্রীর। এর মধ্যে মাত্র ৪ যাত্রী কাঁঠালবাড়ি ঘাটে নেমেছিল। বাকিরা সবাই ছিল লঞ্চে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া যাত্রী শহিদুল ইসলাম ইসলাম এই তথ্য দিয়ে জানান, দুর্ঘটনার দিন লঞ্চটিতে যে কেরানির দায়িত্ব পালন করেছেন তার দূর সম্পর্কের আত্মীয়, কেরানিই তাকে এই তথ্য দিয়েছেন।
অন্তঃসত্ত্বা স্ত্রী, কন্যা ও ভাতিজিকে হারিয়ে শোকে পাথর নারায়ণগঞ্জের দক্ষিণ মাসডাইলের ঘোষেরবাগ বাসিন্দা শহিদুল ইসলাম। শহিদুল বলেন, কিছুই ভাল লাগে না, কিভাবে যে সময় পার করছি বুঝাতে পারব না। তিনি শনিবারের দৈনিক জনকণ্ঠ ‘কাছাকাছি থাকলেও বয়া ফেলেনি ফেরি কেতকি, শওকত সেতু লঞ্চ’ পাঠ করে এই প্রতিবেদককে সন্ধ্যায় ফোন করে বলেন, ‘ভাই আমার সব শেষ আমি মিথ্যা কিছু বলব না, এই সত্য কথাগুলো আপনারা পত্রিকায় লিখলে অন্তত ভবিষ্যতে আর আমার মতো সর্বনাশ অন্য কারও যাতে না হয়।
লঞ্চটির বেঁচে যাওয়া এই যাত্রী বলেন, কাওড়াকান্দি থেকে একেবারে টইটম্বুর করে যাত্রী ভরে লঞ্চটি মাঝপথে শরীয়তপুরের কাঁঠালবাড়ি থেকে আরও যাত্রী উঠিয়ে লঞ্চ ঘাট ছেড়ে দেয়। ১০-১২ যাত্রী উঠানোর জন্য আবার এই কাঁঠালবাড়ি ঘাটে ভিড়ায়। কোন আইন কানুনই মানা হয়নি। আবহাওয়া খারাপ ৩ নম্বর সিগনাল ছিল। এতে কোন সতর্কতা ছিল না। বরং ৩শ’ ৩৮টি টিকেট কাটতে পারায় বেশ উচ্ছ্বসিত ছিল লঞ্চের স্টাফরা। লঞ্চটির ধারণ ক্ষমতা ছিল মাত্র ৮৫ যাত্রী।
তাছাড়া নিয়মানুযায়ী ৬৫ ফুটের নিচের অর্থাৎ ৫৬ ফুটের এই লঞ্চটির উত্তাল পদ্মায় চলার কোন অনুমতি নেই। লঞ্চ চলার জন্য ৪৫ দিনে যে বিশেষ টোকেন দেয়া হয়েছিল সেটিও ছিল বেআইনী। সদরঘাট বন্দরের সার্ভেয়ার মির্জ সাইফুর রহমান ক্ষমতা বহির্ভূতভাবে তিন দফা ৪৫ দিন করে টোকেন দেন। তাকে বন্দর থেকে বৃহস্পতিবার ওএসডি করা হয়েছে। বরখাস্ত না করায় চরম ক্ষোভ রয়েছে শহিদুলের। এছাড়া মামলাটির বাদী টিআই জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামি করা দরকার বলেও তিনি অভিমত ব্যক্ত করে।
এসব ব্যাপারে মুন্সীগঞ্জের সংশ্লিষ্ট এএসপি কুতুবুর রহমান বলেন, এই লঞ্চ ডুবির জন্য যার যার দায় আছে তদন্তে সকলকেই আসামি করার পরিকল্পনা রয়েছে। কারণ এত মানুষের এমন মৃত্যুর জন্য কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল বলেন, সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।
এই দুর্ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা হবে। লঞ্চটি ডুবে যাওয়ার পর চালক (সারেং) নবী শেখ ও সুখানি (গ্রিজার) ভিজা শরীরেই দক্ষিণ মেদিনীম-লের লঞ্চ মালিক আবু বক্কর সিদ্দিক কালুর বাড়িতে গিয়ে হাজির হয়। লঞ্চ মালিকই তাদের লুঙ্গি-গামছা দিয়ে শুকনা পোশাক পরিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। এরা দুজনই লঞ্চ দুর্ঘটনার হত্যা মামলার আসামি। মালিক ও মালিক পুত্র গ্রেফতার হলেও এই সারেং ও সুখানি এবং কাওড়াকান্দি ঘাটের ইজারাদার ও লঞ্চটির আগের মালিক এখনও যার নামে লঞ্চ এই চার আসামি এখনও গ্রেফতার হয়নি।
গ্রেফতারকৃত লঞ্চ মালিক আবু বক্কর সিদ্দিক কালু ও তার পুত্র ওমর ফারুক লিমনকে আজ সোমবার আবার মুন্সীগঞ্জ আদালতে ওঠানো হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদের আদালতে তাদের রিমান্ড শুনানি হবে। এই রিমান্ড শুনানি মোকাবেলার জন্য এবং জামিন নেয়ার জন্য মালিক পক্ষের লোকজন তোড়জোড় শুরু করেছে। পুলিশ বাবা এবং পুত্র দুজনের জন্যই সাতদিন করে রিমান্ড আবেদন করেছেন।
গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার পদ্মায় ডুবে যায় পিনাক-৬। এ দুর্ঘটনায় ৪৮ যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। সরকারী হিসাবে এখনও নিখোঁজ রয়েছে ৬২ যাত্রী। পরে মাওয়া নৌপরিবহন পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ভূইয়া বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
জনকন্ঠ
Leave a Reply