মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাইফুল দেওয়ান (৩০), কাজল দেওয়ান (২২)-কে টঙ্গীবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার যশলং গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিকেলে প্রতিপক্ষের আরিফসহ ৬ জনকে আসামি করে জুলহাস দেওয়ান বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।
টঙ্গীবাড়ি থানার এসআই মো. ইমরুল জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে যশলং গ্রামের মোখলেস দেওয়ান ও জুলহাস দেওয়ান গংয়ের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে রোববার রাত ৯ টার দিকে মোখলেস দেওয়ানের ছেলে আরিফ দেওয়ানের নেতৃত্বে জুলহাস দেওয়ানের গংয়ের উপর হামলা করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় জুলহাস দেওয়ানের ছেলে সাইফুল দেওয়ান ও কাজল দেওয়ানকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সোমবার বিকেলে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। এ অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যায় ঘটনাস্থল গিয়ে তদন্ত করা হয়েছে বলে তিনি জানান।
মুন্সীগঞ্জবার্তা
Leave a Reply