পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্র মামলার ইতি টানতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার মেরিট না থাকা, তদন্তে পর্যাপ্ত তথ্য, সাক্ষী না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে মামলাটি নথিভুক্ত করা হচ্ছে। দেড় বছরের বেশি সময়ের তদন্তে মামলাটিকে এগিয়ে নেওয়ার মতো তথ্য পাওয়া যায়নি মর্মে আদালতে চার্জশিট পেশ করা সম্ভব হচ্ছে না। দুদকের নিয়ম অনুযায়ী, মামলাটি নথিভুক্ত করে এর কার্যক্রম বন্ধ করার সুপারিশ করে শিগগির কমিশনে প্রতিবেদন পেশ করবেন মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা মির্জা জাহিদুল আলম। দুদকের একটি নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে।
দুদকের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা সমকালকে বলেন, ‘এই মামলার মধ্যে কিছুই নেই। কিছু থাকলে মামলাটিকে এগিয়ে নেওয়া যেত। মামলাটি করাই ঠিক হয়নি।’
তিন মাস আগে দুদকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছিলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র সম্পর্কে কানাডা থেকে এরই মধ্যে প্রণিধানযোগ্য তথ্য পাওয়া গেছে, যা তদন্তে নতুন গতি আনবে।’ গুরুদায়িত্বপূর্ণ ওই কর্মকর্তার বক্তব্যের তিন মাস পর মামলাটি নথিভুক্ত হতে যাচ্ছে।
এ পর্যায়ে মামলাটি নথিভুক্ত করা হলে বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ থেকে রেহাই পাবেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। একই সঙ্গে রেহাই পাচ্ছেন সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভঁূইয়াসহ সাত আসামি।
জানা গেছে, মামলাটি নথিভুক্ত করা হলেও ভবিষ্যতে অভিযোগের সপক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলার কার্যক্রম ফের চালু করা হবে বলে একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে প্রতিবেদনে।
ভবিষ্যতে কানাডিয়ান নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের প্রয়োজনীয় রেকর্ডপত্র ও ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা রমেশ শাহের ডায়েরি (যেখানে ঘুষের তালিকা রয়েছে) কখনও পাওয়া গেলে মামলাটি ফের চালু করা যাবে। এ ছাড়া নতুন করে মামলা দায়েরও করা হতে পারে।
সমকাল
Leave a Reply