আরিফ হোসেন: শ্রীনগরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে যাওয়ার সময় এক বৃদ্ধার কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে তিন যুবক। বুধবার বেলা এগারটার দিকে শ্রীনগর বাজারের পূর্ব পাশের ব্রিজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃদ্ধা হামিদা বেগম (৬০) শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, শ্রীনগর ইসলামী ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে প্রায় দুশ গজ দুরে আসার পর অজ্ঞাত পরিচয়ের তিন যুবক তাকে ঘিরে ধরে। এসময় তারা হামিদা বেগমের নাকে রুমাল ধরে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা, মোবাইল ফোন, চেক বই সহ হাতব্যাগ, এক জোড়া কানের দুল ও দুটি চুড়ি ছিনিয়ে নেয়। পরে লোকজন এসে তাকে অসুস্থ অবস্তায় উদ্ধার করে। হামিদা বেগমের বাড়ি পশ্চিম হরপড়া গ্রামে। তার স্বামীর নাম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
Leave a Reply