পদ্মায় বিলীন হওয়া রোরো ফেরিঘাট স্থাপনের কাজ শুরু

mawaRepairনৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের নির্দেশের পর-পরই পদ্মায় বিলিন হয়ে যাওয়া মাওয়া নতুন ৩ নং রোরো ফেরিঘাট স্থাপনের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার সকাল ১১ টার দিকে মাওয়া ২ নং ফেরিঘাট সংলগ্ন এলাকায় আবারও নতুন করে রোরো ফেরিঘাট স্থাপনের লক্ষ্যে সংযোগ সড়ক নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, পদ্মায় আকস্মিকভাবে ভাঙ্গনের কবলে পড়ে নতুন ৩ নং ফেরিঘাট বিলিন হয়ে গেছে। তীব্র ঘূর্ণায়মান স্রোতের পাশাপাশি বৈরি আবহাওয়ায় পদ্মার উত্তাল ঢেউয়ে ১২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর অন্যান্য ঘাটদিয়ে স্বল্প পরিসরে বুধবার সকাল থেকে ৮ টি ফেরি দিয়ে পারাপার কাজ চালানো হচ্ছে। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। পদ্মায় তীব্র ঘূর্ণায়মান স্রোতে ভাঙ্গন ও বৈরি আবহাওয়ার কারনে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ১৬ টি ফেরির মধ্যে ৮ টি ফেরি বর্তমানে পারাপার কাজে নিয়োজিত রয়েছে। অপর ৮ টি ফেরি নোঙ্গরে রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকলে আরও ফেরি চলাচল বন্ধ রাখা হতে পারে।
mawaRepair
মাওয়ার বিআইডব্লিটিসির অফিসের ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক নিশ্চিত করে জানান, মাওয়ায় পদ্মানদীতে বিলিন হওয়া ৩ নং রোরো ফেরিঘাট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাওয়া ২ নং ফেরিঘাট সংলগ্ন স্থানে রোরো ফেরিঘাট স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। সংযোগ সড়ক নির্মাণের জন্য নির্মাণ শ্রমিকরা দ্রুত তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

এবিনিউজ

Leave a Reply