ব.ম শামীম: টঙ্গীবাড়ী উপজেলার থানার সামনের ব্রীজ ধসে বৃহস্পতিবার রাতে এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্রীজটি দ্রুত নির্মানের নির্দেশ দেন। ব্রীজটি ভেঙ্গে যাওয়ার ফলে টঙ্গীবাড়ী হতে মুন্সীগঞ্জ ও মুক্তারপুর হয়ে ঢাকা যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দূর্ভোগে পরেছে এ অঞ্চলের লোকজন। পায়ে হেটে ব্রীজের উপর দিয়ে পারাপার হচ্ছে তারা।
জানাগেছে, বহস্পতিবার রাতে আলু ভর্তি একটি ট্রাক টঙ্গীবাড়ী হতে উক্ত ব্রীজের উপর দিয়ে ঢাকা যাওয়ার পথে টানা ব্রীজের প্লেট ধসে পড়ে ট্রাকটি ঝুলে যায়। এ সময় ব্রীজের উপর দিয়ে হেটে যাওয়া পথচারী আবু কালাম (৪০) ঘটনাস্থলে চাপা পরে নিহত হয়। সে টঙ্গীবাড়ী বাজারের জাহাঙ্গীর এর রড সিমেন্টের দোকানের কর্মচারী। তার বাড়ি ভোলা জেলায় বলে জানাগেছে।
ব্রীজ ভেঙ্গে যাওয়ার দৃশ্য,পাশ দিয়ে চলাচল করছে পথচারীরা
Leave a Reply