পিনাক-৬ লঞ্চ মালিক ও ছেলের জামিন নামঞ্জুর : কারাগারে প্রেরণ

pinakOwnersমাওয়ার পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর মালিক আবু বকর সিদ্দিক কালু মিয়া ও তার ছেলে ওমর ফারুক লিমনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

চার দিনের রিমান্ড শেষে তাদেরকে বৃহস্পতিবার আদালতে আনে পুলিশ।

পরে আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইনেসপেক্টর আব্দুল কুদ্দুস জানান, মুন্সীগঞ্জের আমলি আদালত-৬ বিকেল সাড়ে ৫টার দিকে হাজির করা হয়। তখন তাদের জবানবন্দি রেকর্ড না করে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশীদ।
pinakOwners
গত ১৮ আগস্ট তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুই শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় ডুবে যায় এমএল পিনাক-৬ লঞ্চটি। এ ঘটনায় বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বাদী হয়ে লঞ্চের মালিক আবু বকর সিদ্দিককে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা দায়ের করেন। আবু বকর সিদ্দিককে চট্টগ্রামের আগ্রাবাদ হাউজিং এলাকার একটি বাসা এবং মামলার ৩ নং অপর আসামি লিমনকে ঢাকা থেকে আটক করে র‌্যাব।

শীর্ষ নিউজ

Leave a Reply