মাওয়ায় ত্রুটিযুক্ত লঞ্চ : জরিমানা

mawa overloadফেরিতে অতিরিক্ত ভাড়া আদায়
মুন্সীগঞ্জের মাওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌপথে চলাচলকারী এমভি সাইফুল ও এমভি রয়েল এক্সপ্রেস-২ নামের দুটি লঞ্চকে বৃহস্পতিবার পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লঞ্চ দুটিতে নানা ত্রুটি থাকায় এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম জানান, নিয়মিত এই অভিযান চলবে এবং কোনো ত্রুটিযুক্ত লঞ্চ এখানে চলাচল করতে পারবে না। অভিযানকালে তাঁকে সহায়তা করেন রিসার্ভে কমিটির সদস্যরা।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ-২ জানান, সকাল সাড়ে ১১টার দিকে রিসার্ভে কমিটি ঘাটে এলে লঞ্চগুলো ঘাট ত্যাগ করে অদূরে পদ্মাপাড়ে নোঙরে থাকে। পরে রিসার্ভে কমিটি চলে গেলে লঞ্চগুলো আবার ঘাট থেকে যাত্রী নেওয়া শুরু করে। দীর্ঘ সময় ঘাটে লঞ্চ না থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

এদিকে লঞ্চ না পেয়ে যাত্রীদের ফেরিতে পার হতে দেখা গেছে। তবে ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের কাছ থেকে ২৫ টাকার ভাড়া ৩০-৩৫ টাকা আদায় করা হয়েছে। তবে অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন বিআইডাবি্লউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান।

কালের কন্ঠ

Leave a Reply