শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা
মুন্সীগঞ্জের শ্রীনগরের উপস্বাস্থ্যকেন্দ্রের জায়গা ও সরকারি খাল দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে এবার হিন্দু সম্প্রদায়ের জেলে পরিবারের জমি দখলে নেমেছেন এক আওয়ামী লীগ নেতা। এ ক্ষেত্রে ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে স্থাপনা নির্মাণ করছেন তিনি।
জানা গেছে, শ্রীনগরের ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ের পাশে হরিদাস রাজবংশী ও ফটিক রাজবংশীদের ১৪ শতক জায়গা রয়েছে। ওয়ারিশ সূত্রে তাঁরা ওই সম্পত্তির মালিক। স্থানীয় ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনির হোসেন মিটুল ও হরেন্দ্র লাল স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানরা ওই জায়গায় স্কুল ভবন নির্মাণের নামে মার্কেট ও স্থাপনা গড়ে তুলছেন।
ফটিক রাজবংশীর অভিযোগ, পাশের ১২ শতক জমি কিনে তাঁদের ১৪ শতক জমিও দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন আওয়ামী লীগের নেতা মিটুল ও তাঁর লোকজন। বিষয়টি স্থানীয় এমপি সুকুমার রঞ্জন ঘোষকে জানালে তিনি কাগজপত্র দেখে সব ঠিক আছে বললেও এ বিষয়ে কোনো সমাধান করতে পারেননি। বর্তমানে ওই জায়গা ছেড়ে দিতে তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাঁদের প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে মিটুলের লোকজন। অবশেষে গত ২২ জুলাই আদালতে মামলা করেন সংখ্যালঘু পরিবারের ওই সদস্যরা। আদালত কারণ দর্শানোর নোটিশ দিলেও ওই জমিতে স্থাপনা নির্মাণকাজ বন্ধ করেনি তারা।
পরে গত ১২ আগস্ট আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আদেশ দেন। কিন্তু তাতেও ওই জায়গায় স্থাপনা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন মিটুল। বৃহস্পতিবারও ওই জায়গায় কাজ করতে দেখা গেছে একদল শ্রমিককে। ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মামলার অন্যতম আসামি মো. মজিবুর রহমান তালুকদার আদালতের নিষেধাজ্ঞার চিঠি পেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন বললেও গতকালও সেখানে শ্রমিকদের কাজ করতে দেখা গেছে।
এ প্রসঙ্গে বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনির হোনের মিটুল বলেন, ‘রুহিদাস ও ফটিক রাজবংশীদের সঙ্গে মৌখিক চুক্তির ভিত্তিতে বিদ্যালয়ের মাঠের এক পাশে হিন্দুদের মন্দিরের জন্য কিছু জায়গা ছেড়ে দিই। বিনিময়ে তারা আমাদের ওই ১৪ শতক জায়গা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।’
ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি তুলে ধরে সেখানে স্থাপনা নির্মাণের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি ঢাকায় থাকি, তাই এ ব্যাপারে বলতে পারছি না। খোঁজ নিয়ে দেখছি কী হচ্ছে।’ তবে তিনি এও বলেন, এ বিষয়ে হিন্দুদের সঙ্গে মীমাংসা হয়ে গেছে।
কালের কন্ঠ
=======================
শ্রীনগরে সংখ্যালঘুর জমি দখল করে স্থাপনা নির্মাণ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার এক আওয়ামী লীগ নেতা উপস্বাস্থ্য কেন্দ্রের জায়গা ও সরকারী খাল দখলে ব্যর্থ হয়ে জেলে পরিবারের জমি দখলে নেমেছে। শুধু দখলই নয়, আদালতের নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে সংখ্যালঘুদের জায়গায় স্কুলের নামে স্থাপনা নির্মাণ করছেন।
শ্রীনগরের ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মান্দ্রা মৌজায় হরিদাস রাজবংশী ও ফটিক রাজবংশী গংদের ১৪ শতক জায়গা রয়েছে। ওয়ারিশ সূত্রে তারা এই সম্পত্তির মালিক। স্থানীয় ভাগ্যকুল ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনির হোসেন মিটুল ও হরেন্দ্র লাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান স্কুল সংলগ্ন এই ১৪ শতক জায়গা দখলে নিয়ে স্কুল ভবন নির্মাণের নামে গড়ে তুলছেন মার্কেট ও স্থাপনা।
ফটিক রাজবংশী অভিযোগ করেছেন, তাদের জমির পাশের একটি জায়গার ১২ শতক জমি কিনে নেয় একটি মহল। এখন ওই জমির ক্রয় সূত্রে মালিকানা নিয়ে আমাদের ১৪ শতক জমি দখলে মরিয়া হয়ে ওঠে আওয়ামী লীগের ওই নেতা ও তার লোকজন। জায়গাটি ছেড়ে দিতে তাদের নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছে মিটুল ও তার লোকজন। এমন কি তাদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। কোন প্রকার উপায়ান্ত না দেখে গত ২২ জুলাই মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করে সংখ্যালঘু পরিবারটি। আদালত থেকে কারণ দর্শানোর নোটিস পাওয়ার পরও থেমে থাকেনি মিটুল গংদের স্থাপনা নির্মাণ। পরবর্তীতে গত ১২ আগস্ট আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।
কিন্তু আদালতের আদেশ পাওয়ার পরও জায়গাটিতে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারও ওই জায়গায় কাজ করতে দেখা গেছে একদল শ্রমিককে। এ প্রসঙ্গে ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক ও মামলার ৩নং বিবাদী মোঃ মজিবুর রহমান তালুকদারকে জিঞ্জেস করলে তিনি কাজ করার কথা স্বীকার করেন। আদালতের নিষেধাজ্ঞার নোটিসপ্রাপ্তি স্বীকার করেন।
এ প্রসঙ্গে বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনির হোনের মিটুল জানান, রুহিদাস ও ফটিক রাজবংশীদের সঙ্গে একটি জেন্টেলম্যান এ্যাগ্রিম্যান্টের (মৌখিক চুক্তির) মাধ্যমে বিদ্যালয়ের মাঠের একপাশে হিন্দুদের মন্দিরের জন্য কিছু জায়গা ছেড়ে দেই। বিনিময়ে তারা আমাদের ওই ১৪ শতক জায়গা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু আদালতের নিষধাজ্ঞা সত্ত্বেও কেন কাজ করাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি ঢাকায় থাকি তাই বলতে পারছি না। তবে তিনি এও বলেন বিষয়টি হিন্দুদের সঙ্গে মীমাংসা হয়ে গেছে।
জনকন্ঠ
Leave a Reply