আরিফ হোসেন: শ্রীনগরে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে সমষ পুর উচ্চ বিদ্যালয় মাঠে কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে যোগদানের ঘটনা ঘটে। ইউপি সদস্য ও বিএনপি নেতা সোহেল আহমেদের নেতৃত্বে ঐ ইউনিয়নের শতাধিক নেতা কর্মী মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করে।
কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএম উল্লাহ কিসমতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়া, আ: সালাম, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রুমেন,মোশারফ হোসেন মিলন, স্বপন রায়, শফিকুর রহমান মামুন, ফিরোজ আল মামুন, হাজী নেছার উল্লাহ সুজন, মুনসুরুল হাসান কুতুব, আতাহার হোসেন প্রমুখ।
Leave a Reply