জেলা শহরের উপকণ্ঠে শুক্রবার মাদকদ্রব্য পাচারবিরোধী অভিযানের সময় এলোপাতাড়ি পিটিয়ে নৌ-ফাঁড়ি পুলিশের আল-আমিন (কং ১৪৭) নামে এক কনস্টেবলের হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ মো. জয়নাল (৫০) নামে এক ব্যক্তিকে এ সময় আটক করে। বিকেল ৬টার দিকে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কনস্টেবলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছ্নে।
তিনি জানান, মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় বিভিন্ন যানবাহনে মাদকবিরোধী তল্লাশি অভিযান চালায় পুলিশ। সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় বসাকের নেতৃত্বে এ অভিযানের সময় মোটরবাইক তল্লাশি করে কয়েক পিস ইয়াবা ট্যাবলেট পায় পুলিশ।
পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে মোটরবাইকআরোহী মো. মাসুদের ডাকাডাকিতে ১০ থেকে ১২ জন লোক সেখানে জড়ো হয়। তারা মাসুদকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর শুরু করে।
এ সময় কনস্টেবল আল-আমিনকে এলোপাতাড়ি পিটিয়ে তার একটি হাত ভেঙে দেয় তারা। পুলিশের অপর সদস্যরা দৌড়ে পালিয়ে নিজেদের আত্মরক্ষা করে।
এ ঘটনায় রাত পৌনে ৮টার দিকে নৌ-ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় বসাক বাদী হয়ে মোটরবাইকআরোহী মাসুদকে প্রধান আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
দ্য রিপোর্ট
Leave a Reply