২ সহস্রাধিক পরিবারের বরাদ্দ ৪ টন চাল!

flood6মামুনুর রশীদ খোকা: মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার পানিবন্দি ২ সহস্রাধিক পরিবারের জন্য বৃহস্পতিবার সরকারি পর্যায়ে ত্রাণের বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৪ টন চাল এবং ২ লাখ ৩৫ হাজার টাকা। এর মধ্যে জেলার টঙ্গিবাড়ীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৩ টন চাল। লৌহজংয়ে বরাদ্দ মিলেছে ১ টন ৪১০ কেজি চাল ও ২ লাখ ৩৫ হাজার টাকা।

বৃৃহস্পতিবার বিকেলে লৌহজং উপজেলার ইউএনও মো. খালেকুজ্জামান জানান, প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত ৪৭টি পরিবারের তালিকা করা হয়েছে। তালিকাভুক্ত পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও ৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া জেলার টঙ্গিবাড়ী উপজেলায় পানিবন্দি মানুষের জন্য মাত্র ৩ টন চাল বরাদ্দ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন হাসাইল-বানারী ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুজ্জামান। জেলার টঙ্গিবাড়ী উপজেলার গারুরগাঁও, পাঁচগাও, কোকরাদি, পূর্ব হাসাইল, বানারী, চরমান্দ্রা, দিঘাইল এবং লৌহজং উপজেলার মাওয়া, মেদেনীমণ্ডল, কুমারভোগ প্লাবিত হচ্ছে।

সমকাল

Leave a Reply