ঢাকাসহ সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন : জনদূর্ভোগ
ব.ম শামীম: টঙ্গীবাড়ী থানার সামনের বেইলি ব্রীজ ধসে ১ জন নিহত হওয়ার পর রোববার হতে ব্রীজটি পূর্ণ-নির্মান কাজ শুরু হয়েছে। এতে টঙ্গীবাড়ী উপজেলা সদর হতে ঢাকা-মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জসহ সকল এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এর আগে টঙ্গীবাড়ী হতে নিমতলী হয়ে ঢাকা যাওয়ার রাস্তায় সোনরং ও খিলপাড়া ব্রীজ দুটি ভেঙ্গে পূর্ণ নির্মান কাজ শুরু হয়। ব্রীজ দুটির পাশ দিয়ে মাটির বিকল্প রাস্তা তৈরী করলেও তা বন্যার পানিতে তলিয়ে গেছে।
অপরদিকে উপজেলার ঋসিপাড়া ব্রীজ নির্মান কাজ শেষ হলেও ব্রীজের গোড়ায় এখোনো মাটি না দেওয়ায় এ ব্রীজের উপর দিয়ে যান চলাচল সম্ভব হচ্ছেনা। ফলে টঙ্গীবাড়ী উপজেলা সদর হতে সড়ক পথে ঢাকাসহ সারাদেশের যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
এদিকে টঙ্গীবাড়ী থানার সামনের ব্রীজের নির্মান কাজ শুরু হওয়ায় খালের উপর দিয়ে ট্রলার যোগে পারাপার হচ্ছে পথ-চারীরা। মাত্র দুটি ট্রলারে যাত্রীদের পারাপার করায় ট্রলার ঘাটে যাত্রীদের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের দির্ঘক্ষন লাইনে দাড়িয়ে ভিড় ঠেলে ট্রলারে উঠতে হওয়ায় সময়মতো রোববার স্কুল-কলেজে হাজির হতে পারেনি তারা।
ভুক্তভোগীরা জানান, পারাপারের জন্য আরো দু-একটি ট্রলার হলে ছাত্র-ছাত্রীসহ যাত্রীদের দূর্ভোগ অনেকটা হ্রাস পেতো। এর আগে গত ২০ আগষ্ট বৃহস্পতিবার রাতে উক্ত বেইলী ব্রীজটি আলু বোঝাই ট্রাকসহ ধসে গিয়ে ১ জন পথচারী নিহত হয়। পরে ২১ আগষ্ট শুক্রবার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করে ব্রীজটি দ্রুত নির্মানের নির্দেশ দিলে রোববার ব্রীজটি নিমার্ন কাজ শুরু হয়।
Leave a Reply