তেলিরবিল গ্রামে বাল্য বিবাহ বন্ধ : জরিমানা

marriage3রবিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সদর উপজেলার তেলির বিল গ্রামে বাল্য বিবাহ বন্ধ করে বরকনের বাবা মা সহ ৬ জনকে ১ হাজার করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সারাবান তাহুরা জানান, আধারিয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীর সাথে একই গ্রামের দর্জি দোকানের কর্মচারী পারভেজের (২৫) বিয়ের আয়োজন করা হয়।

সাংবাদিকদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বিয়ে বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত। একই সাথে বর পারভেজ, তার পিতা আবু সাইদ, মা পারভীন বেগম এবং কনের পিতা মো আলমগীর হোসেন, মা রুমা বেগম এবং এক চাচাকে ১ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সেই সাথে মেয়ের অভিভাবক ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকার নামা দেন।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply