মাওয়ায় জামাই-শ্বশুর মুখোমুখি!

sssssমাওয়া ঘাটের কর্তৃত্ব নিয়ে জামাই-শ্বশুর মুখোমুখি। রবিবার দিনভর এই বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে সশস্ত্র মহড়া। ফের সহিংসতা ঠেকাতে মাওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাওয়া নতুন ৩ নম্বর ফেরি ঘাটের পাশে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রশি বেঁধে দোকানের জন্য জায়গা দখল করে স্থানীয় মেদিনীমণ্ডল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ খানের মেয়ের জামাই যুবলীগ নেতা সুমন আহম্মেদ। খবর পেয়ে শ্বশুর আশরাফ খান লোক পাঠিয়ে রশি ফেলে দেয়। এই সময় বেঁধে যায় সংঘর্ষ।

পুলিশ জানায়, সংঘর্ষে আটজন আহত হয়। মারামারি করে চলে যাওয়ার সময় মাওয়া পুলিশ ফাঁড়ির কাছে একা পেয়ে যায় শ্বশুর আশরাফ খানের পক্ষের দিনু খানকে। তাকে রামদা দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই খালিদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রবিবার বিকেল পর্যন্ত কোন পক্ষই মামলা করেনি।

জনকন্ঠ

Leave a Reply