গজারিয়ার বালুয়াকান্দীতে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

suicide1গজারিয়া উপজেলার বালুয়াকান্দী গ্রামে বুধবার ঘর থেকে শারমিন নামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শারমিন বালুয়াকান্দী আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। শারমিন (১৪) ঐ গ্রামের মনির হোসেনের মেয়ে।

গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান জানান, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়িতে ফিরে প্রচণ্ড ক্ষুধায় খাবার না পেয়ে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বসত-ঘরের ভেতর আঁড়ার সঙ্গে শক্ত রশি দিয়ে গলায়ফাঁস দেয় সে। বুধবার ভোর ৪টার দিকে বসত-ঘরের ভেতর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। দুপুর ২ টার দিকে জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে স্কুল ছাত্রীর লাশ হস্তান্তর করে পুলিশ। আত্মহত্যার ঘটনা নিশ্চিত হয়ে ও পরিবারের কোন অভিযোগ না থাকায় ওই ছাত্রীর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

নিউজ গজারিয়া

Leave a Reply