বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবসের মিছিল পুলিশ বের করতে দেয়নি। আজ বেলা ১১টার দিকে শহরে জেলা বিএনপির দলীয় কার্যালয় সড়ক থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ তা করতে দেয়নি। পরে দলীয় নেতাকর্মীরা পার্টি অফিসে আলোচনা সভা করেন। মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আবদুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি, শ্রীনগর উপজেলা উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী, সহ-সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ন-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি খান মনিরুল মনি পল্টন, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ জসিমউদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজম্মের সভাপতি মাহবুব-উল স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মঈনউদ্দিন সুমন, শহর ছাত্রদলের সভাপতি আরিফ আহাম্মেদ, সাধারণ সম্পাদক আল-আমিন, প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্দোলনে অনেককেই পাওয়া যায় না। অথচ তারা বড় পদ-পদবী নিয়ে বসে রয়েছেন। সক্রিয়দের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। মেয়াদোক্তীর্ণ কমিটি বিলুপ্ত করে তা নতুনভাবে করার আহ্বান জানান। তারা আরো বলেন, চলমান আন্দোলনে ভেদাভেদ ভুলে সবাইকে এক সঙ্গে কাজ করে যেতে হবে।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply