ভেঙে যাওয়া মুন্সীগঞ্জের মাওয়া ‘রো-রো’ ফেরি ঘাটটি আগের স্থানেই সরিয়ে নেওয়া হচ্ছে। বিআইডব্লিউটিসি মাওয়া ফেরি ঘাট ম্যানেজার সিরাজুল হক জানান, নতুন নির্মিত ‘রো-রো’ ফেরি ঘাটটি ভাঙনের কারণে সেখানে আর ফেরি ঘাট স্থাপন করা সম্ভব না।
দুই দফা ভাঙনে মাওয়া ফেরি ঘাটের চেহারা বদলে গেছে। লণ্ডভণ্ড মাওয়া ঘাটের লঞ্চ ঘাটটি কোনো মতে টিকে আছে।
তাই বিআইডব্লিউটিএ’র শক্তিশালী জাহাজ রুস্তমের সাহায্যে পুনরায় ১৯ আগস্ট ভেঙে যাওয়া স্থানেই সরিয়ে নেওয়া হচ্ছে রো রো ফেরি ঘাটটি।
শীর্ষ নিউজ
Leave a Reply