লোকনাথ ব্রক্ষ্মচারীর চার দিনব্যাপী আবির্ভাব উৎসব

loknathমুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর মন্দিরে লোকনাথ ব্রক্ষ্মচারীর চার দিনব্যাপী আবির্ভাব উৎসব চলছে। সোমবার থেকে শুরু হওয়া এই উৎসবে প্রতিরাতেই সনাতন ধর্মের লোকের ব্যাপক সমাগম ঘটে। রংবেরংয়ের লাইটিং আর বিশেষ সাজে মন্দির প্রাঙ্গনটি গভীর রাত অবিধি নানা আয়োজনে মুখর থাকছে। কীর্ত্তন, ভক্তি সঙ্গীত, শ্রীমদ্ভগবত পাঠ, ঊষা কীর্ত্তন, গিতা পাঠ, বাল্যভোগ, প্রসাদ বিতরণ, আরতী ও আলোচনা সভায় অংশ নিচ্ছে প্রাচীন জনপদ মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের বিভিন্ন অঞ্চল থেকে আসা পূর্ণার্থীরা।

মঙ্গলবার রাতে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। অভিজিৎ দাস ববির পরিচালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন ও শ্রীমদ্ভগবত পাঠক রতন গোস্বামী। উৎসবের সমাপনি আজ বৃহস্পতিবার রাতে রয়েছে মহাপ্রসাদ বিতরণ ও আকষর্ণীয় আরতি অনুষ্ঠান।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply