দেওভোগে পুরাকীর্তি সের দরে বিক্রি!

crimeমুন্সীগঞ্জ শহরের দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদালয়ের বিশেষ কারু কাজ করা প্রাচীন লোহার সিন্ধুক সের দরে বেচে দেয়া হয়েছে। ৯৫ কেজি ওজনের পুরাকীর্তিটি বিক্রির খবরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, পুরনো এই সিন্ধুক মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ২৮ টাকা কেজি দরে ২ হাজার ৬৬০ টাকায় বিক্রি করা হয়। পরে এটির গুরুত্ব বুঝতে পেরে ফেরত আনার চেষ্ট হচ্ছে। একটি কক্ষে দীর্ঘদিন ধরে রাখা সিন্ধুকটি গোপনে মঙ্গলবার বিক্রি করা হয়। বুধবার স্কুলে এসে শিক্ষার্থী ও শিক্ষরা সিন্ধুক না দেখে প্রধান শিক্ষকের কাছে জানতে চান। তখনই জানাজানি হয়ে যায়।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply