গজারিয়ায় যৌতুকের দাবিতে স্বামীর হাতে স্ত্রী খুন

dead45মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। এরপর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছেন। সদর উপজেলার টেঙ্গারচর গ্রামে শনিবার ভোর সাড়ে চারটার দিকে স্বামী বাবু মিয়ার (৩৫) হাতে খুন হন স্ত্রী ফাতেহা বেগম (২১)।

নিহত ফাতেহা উপজেলার চর বলাকির নতুন চর গ্রামের দিলু ব্যাপারীর মেয়ে।

গজারিয়া থানার এসআই মো. হায়দার আলী আখন জানান, শনিবার ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে স্বামী বাবু মিয়া যৌতুকের টাকার জন্য তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস হোসেন জানান, গত ২ বছর আগে বাবুর সাথে ফাতেহার বিয়ে হয়। বিয়ের সময় তার পরিবারের দু’লাখ টাকা যৌতুক দেয়ার কথা থাকলেও তারা দেড় লাখ টাকা দিতে সক্ষম হয়। বাকি ৫০ হাজার টাকা বিয়ের পরে দিবে এমন প্রতিশ্রুতিতে বিয়ের কাজ স¤পূর্ণ করা হয়।

তিনি আরো জানান, ফাতেহার পরিবার গরিব বলে দুই বছরেও বাকি টাকা পরিশোধ করতে না পারায় গত রাতে ফাতেহাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী।

লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। ঘাতক স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

শীর্ষ নিউজ

Leave a Reply