ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলায় একটি মাইক্রোবাসে তল্লাসি চালিয়ে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় নজরুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করা হয়। উপজেলার বালুয়াকান্দির তেঁতুলতলা এলাকা থেকে শনিবার ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়।
আটক নজরুল কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার আয়াত আলীর ছেলে।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, আটক নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
দ্য রিপোর্ট
=======
গজারিয়া মাইক্রোবাস থেকে ৩১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার আটক ১
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার উপজেলার বালুয়াকান্দি মাইক্রোবাসে তল্লাসি চালিয়ে ৩১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় নজরুল ইসলাম (২৭) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের তেতুইতলা এলাকায় গাড়িটির তল্লাসি করলে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
গজারিয়া থানার এস,আই আপন কুমার মজুমদার জানান, সকালে কুমিল্লা থেকে আসা ঢাকাগামী হাইস মাইক্রোবাসটি সন্দেহ হলে বাউশিয়া এলাকায় থামাতে বলি। কিন্তু সে না থামিয়ে দূর্ত চলেযায়। গাড়িটির পিছু নিয়ে তেতুইতলা এলাকায় এসে আটকাতে সক্ষম হই। এবং মাইক্রোবাসটি তল্লাসি চালিয়ে ৩১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করি।
এ সময় মাদক বহনকারী মো.নজরুলকে(২৭) আটক করা হয় ও মাদক বহনকারী মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে যায়। সে কুমিল্লা জেলার দেবীদ্দার থানার জগন্নাতপুর পূর্বপাড়ার আয়াত আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।#
বিডিলাইভ
Leave a Reply