মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মালিপাথর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে শনিবার অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা ১১ টার দিকে ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। তারা মুক্তারপুর নৌ-ফাঁড়িকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবকের লাশ বেশ কয়েকদিন আগের। জোয়ারের পানিতে ভাসতে ভাসতে অন্যত্র থেকে যুবকের লাশ এখানে আসে। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
বিডিলাইভ
Leave a Reply