মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ এর ঘোষণা করলেন মুন্সীগঞ্জের নব নিযুক্ত পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। বুধবার দুপুরে মিরকাদিমস্থ মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউট আয়োজিত মাদক, সন্ত্রাস এবং ইভটিজিং প্রতিরোধ করনীয় সম্পর্কে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক ও সন্ত্রাসের সাথে কোন আপস নেই। এই দুটির সাথে আমি জিহাদ ঘোষণা করলাম। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তার কোন ছাড় নেই। এমনকি মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের কোন সদস্যের যোগসাজশ থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথাও তিনি জানান।
তিনি আরও বলেন, জনসম্মুখে আমার বিভাগের কোন কর্মকর্তারাও ধূমপান করতে পারবে না। ইভটিজিং বন্ধে পুলিশের পাশাপাশি অভিভাবকদেরও তিনি সজাগ থাকার পরামর্শ দেন। এখন থেকে স্কুল ও কলেজ চলাকালীন বিশেষ সময়গুলোতে পুলিশি টহলের ব্যবস্থার কথাও তিনি ঘোষণা দেন।
মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নীহারঞ্জন দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সদর সার্কেল এসপি মোঃ ইমদাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদ্দৌস, সত্য প্রকাশ সম্পাদক ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি জসীম উদ্দীন দেওয়ান।
মতবিনিময় সভায় সত্য প্রকাশ বার্তা সম্পাদক ফারজান সুমন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুজ্জামান, মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ননী গোপাল, রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মণ্ডল, সংগঠক মাসুদ ফকরী, পিয়ার হোসেন, সামসুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা মাদক, সন্ত্রাস ও ইভটিজিং দমনে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ জহিরুল আলম।
মুন্সিগঞ্জেরকাগজ
Leave a Reply