দেশসেরা তথ্য বাতায়ন পদক পেলো মুন্সীগঞ্জ। ঢাকার বিয়াম মিলনায়তনে রবিবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের হাতে দেশসেরা জেলা তথ্য বাতায়ন পদক তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই খবরে এখানে আনন্দের বন্যা বয়ে যায়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ফজলে আজিম জানান, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ অর্জনে নতুন আঙ্গিকে নির্মিত তথ্য বাতায়ন সমূহ মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় এটুআই প্রোগ্রাম হতে মূল্যায়ণ করা হয়। এতে আইসিটিতে অবদান রাখার জন্য প্রথম বারেরমত দেশের শ্রেষ্ঠ আইসিটি জেলা প্রশাসক নির্বাচিত হন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসন বাদল।
এর আগে চলতি বছরই প্রধানমন্ত্রীর কাছ থেকে মুন্সীগঞ্জের এই জেলা প্রশাসক শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে ‘শিক্ষা পদক’ গ্রহন করেন। দেশের শ্রেষ্ঠ জেলার পরপর দু’টি পদক অর্জনের ঘটনা এটিই প্রথম।
মুন্সিগঞ্জেরকাগজ
Leave a Reply