মিরকাদিমে বাল্যবিয়ে বন্ধ : বাবা-মাকে জরিমানা

court5মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কালিন্দিপাড়ায় রবিবার বাল্যবিয়ে বন্ধ করে কনের পিতা ও মাতাকে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বর ফিরে গেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সারাবান তাহুরা জানান, অষ্টম শ্রেণীর ছাত্রীকে বিয়ে দেয়ার সব আয়োজন সম্পন্ন করে। পরে কনের পিতা রিক্সাচালক আরজু শিকদার ও মাতা নাসিমা বেগমকে জরিমনা ও মুচলেকা গ্রহণ করা হয়। তবে বরের বাড়ি নারায়ণগঞ্জে। ভ্রাম্যমাণ আদালতের অবস্থান টের পেয়ে সন্ধ্যা পর্যন্ত বর বিয়ে স্থলে আসেনি।

এর আগে এই ভ্রাম্যমান আদালত ইভটিজিংয়ের দায়ে মিরকাদিমের গোপালনগরে বখাটে মো সোহাগকে (২০) ছয় মাসের জেল এবং লাইসেন্স এবং দক্ষজনবল না থাকায় রামগোপালপুরে এআর ডায়গনোস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

জনকন্ঠ

Leave a Reply