মুন্সীগঞ্জে দুই লাখ টাকাসহ ব্যাংক কর্মকর্তাকে অপহরণের ঘটনায় জড়িতরা আন্তঃজেলা অপহরণ ও ছিনতাইকারী দল। ডিবি পুলিশের পোশাক পড়ে আন্তঃজেলা এ সংঘবদ্ধ দলটি ২ লাখ টাকা ছিনিয়ে নিতেই এ অপহরণের চেষ্টা চালিয়েছিল।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নিজ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা তুলে ধরেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, অপহরণ ঘটনায় গ্রেফতার মিন্টু বেপারী পুলিশের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারের স্বার্থে তা গোপন রাখা হচ্ছে। তবে পলাতক আসামিদের নাম ও ঠিকানা সংগ্রহের পর তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
পুলিশ সুপার আরো বলেন, রোববার দুপুরে মুন্সীগঞ্জে অপহরণের ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি খুলনা থেকে ছিনতাই করেছিল এই সংঘবদ্ধ চক্রটি। এ ব্যাপারে সদর থানায় এস এম নুরুল ইসলাম দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।
অপহরণের ঘটনায় জড়িত মিন্টু বেপারীকে গ্রেফতার করার পর সঙ্গে থাকা পলাতক অন্যান্য সঙ্গীদের নাম পরিচয় সংগ্রহ করা হয়েছে।
ডিবি পুলিশের পোশাক, ওয়ারলেস সেট, হ্যান্ডকাপ কোথা থেকে আনা হয়েছে ইত্যাদি বিষয় তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। খুব শিগগিরই পুলিশ এই আন্তঃজেলা ছিনতাইকারীদের ধরতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এমদাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসানসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকরা।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকা থেকে রোববার দুপুর ১২টার দিকে ডিবি পরিচয়ে সাবেক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের আধাঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। অপহৃত সাবেক ওই ব্যাংক কর্মকর্তা এসএম নূরুল ইসলামকে (৬৩) সিপাহীপাড়া চৌরাস্তা থেকে ট্রাফিক পুলিশ উদ্ধার করে। এ সময় মো. মিন্টু বেপারী (৩৮) নামের একজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও পুলিশ অপহরণকারীদের ১টি মাইক্রো, একসেট এন্ডকাপ, একটি মোবাইল সেট, দুটি ডিবি পুলিশের কোটি বা জ্যাকেট ও একটি পেনড্রাইভ উদ্ধার করে।
শীর্ষ নিউজ
======
মুন্সীগঞ্জে ব্যাংক কর্মকর্তা অপহরণের ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
মুন্সীগঞ্জে ২ লাখ টাকাসহ ব্যাংক কর্মকর্তাকে অপহরণের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন জেলা পুলিশ সুপার (এস.পি) বিপ্লব বিজয় তালুকদার। এ সময় তিনি বলেন, উদ্ধার হওয়া ডিবি পুলিশের পোশাক, হ্যান্ডকাপ ও ওয়ারলেস সেট সংঘবদ্ধ চক্রটি তালিকাভূক্ত পোশাক তৈরি প্রতিষ্ঠানের অসাধু ব্যবসায়ীদের সাথে যোগসাজসে ক্রয় করেছে। সরকারী লাইসেন্স ছাড়া পুলিশের পোশাক ক্রয় করা যায় না। অপহরণ ও ছিনতাইকারী দলের সাথে তালিকাভূক্ত পোশাক তৈরি প্রতিষ্ঠানের অসাধু ব্যবসায়ীদের খুজেঁ বের করা সম্ভব। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত জেলা পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন জেলা পুলিশ সুপার (এস.পি) বিপ্লব বিজয় তালুকদার।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, অপহরণের ঘটনায় গ্রেপ্তারকৃত মিন্টু মিয়া পুলিশের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের স্বার্থে গোপন রাখা হয়েছে। এছাড়া, পলাতক অপর আসামী মো. হাবিবুর রহমান (৪৫), মনির হোসেন (৪১) ও মো. ইমন (৩৭)-কেসহ বাকি আসামীদের ঠিকানা সংগ্রহের পর তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ঘটনায় জড়িতরা আন্ত:জেলা অপহরণ ও ছিনতাইকারী দল। ডিবি পুলিশের পোশাক পড়ে আন্ত:জেলা এ সংঘবদ্ধ দলটি ২ লাখ টাকা ছিনিয়ে নিতেই এ অপহরণের চেষ্টা চালিয়েছে। গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি খুলনা থেকে ছিনতাই করেছিল ওই সংঘবদ্ধ অপহরণকারী চক্রটি। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ.এস.পি) জাকির হোসেন মজুমদার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এমদাদ হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. ইয়ারদৌস হাসান, মুন্সীগঞ্জ সদর প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন ও সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপু প্রমুখ।
এছাড়া, মুন্সীগঞ্জ কোট ইন্সপেক্টর মো. কুদ্দুসুর রহমান সিকদার জানান, গ্রেপ্তারকৃত অপহরণকারী মিন্টু মিয়াকে ৭ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়। পরে বিকেল ৪ টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে রিমান্ড শুনানী চলে। এ সময় আদালতের বিচারক জাহানার ফেরদৌস ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ শহরের থানারপুলস্থ এলাকা থেকে গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে ব্যাংকের সাবেক কর্মকর্তা এস এম নুরুল ইসলামকে অপহরণের ঘন্টাখানেক পর সিপাহীপাড়া চৌরাস্তা থেকে ট্রাফিক পুলিশের টিএসআই মো. মজনু মোল্লা উদ্ধার করেন। এবং অপহরণকারী মো. মিন্টু মিয়াকে গ্রেপ্তারও করেন তিনি। পুলিশ অপহরণকারীদের ব্যবহ্নত ১ টি ওয়ারলেস সেট, ডিবির ৩ সেট পোশাক ও অপহরণের পর অজ্ঞান কাজে ব্যবহৃত স্প্রে ও ১ টি পেনড্রাইভ উদ্ধার করে।
এবিনিউজ
Leave a Reply