বরিশালের সদর উপজেলার শায়েস্তাবাদ থেকে মনির হোসেন (২৫) নামের র্যাব পরিচয়দানকারী এক ভূয়া র্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। সায়েস্তাবাদের আইচা গ্রাামের একটি চায়ের দোকান থেকে তাকে আটকের পর সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। মনির হোসেন মুন্সিগঞ্জের বিক্রমপুরের বাসিন্দা শামসুল হোসেনের ছেলে বলে জাা গেছে। সে বরিশাল নগরীর টাউন স্কুল সংলগ্ন একটি বাসা ভাড়া করে থাকেন।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাহবুবুর রহমান জানান, রোববার রাতে সায়েস্তাবাদের আইচা গ্রাামের একটি চায়ের দোকান র্যাব পরিচয়ে চাঁদাবাজিকালে স্থানীয়রা মনিরকে আটক করে থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রতরনার অভিযোগ এনে আটক মনিরকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ওয়াননিউজ
Leave a Reply