ষোলঘর-শ্রীনগরে রেলপথের জায়গা অধিগ্রহণ : প্রতিবাদে বিক্ষোভ মিছিল

railMB1

আরিফ হোসেন: রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে রেল লাইন স্থানান্তরের দাবীতে ঢাকা-মাওয়া মহাসড়কে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ষোলঘর-শ্রীনগর এলকার লোকজন। মঙ্গলবার সকাল দশটা থেকে সাড়ে এগারটা পর্যন্ত দেড় ঘন্টা ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘর বাসষ্ট্যান্ডে অবস্থান নেয় তারা। এসময় কয়েকশ নারী পুরুষ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাডভোকেট কামরুল হাসান, সুনীল বালা, নজরুল ইসলাম, মোশারফ হোসেন, বুলবুল হাসান সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা দাবী করেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেল লাইন স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। পূর্বে রেল লাইনটি ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রাস্তার পূর্ব পাশ দিয়ে স্থাপনের সিদ্ধান্ত হলেও সম্প্রতি তা সিরাজদিখান উপজেলার নিমতলা থেকে মাওয়া পর্যন্ত পশ্চিম পাশ দিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে তাদের শতাধিক পরিবারের বাপ-দদার ভিটা সহ ফসলী জমি অধিগ্রহনের আওতায় পরে যাওয়ার আশঙ্কা করেন। তারা আরো দাবী করেণ, ঢাকা-মাওয়া মহাসড়ক তৈরি করার সময়ও প্রথম দফায় তাদের বাড়ি ঘর ও ফসলী জমি সরকার নিয়ে যায়। এসময় তারা রেল লাইনটি রাস্তার পূর্ব পাশে স্থাপন করে তাদের বাড়ি ঘর রক্ষায় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় তারা ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধের মত কঠিন কর্মসূচী দিবেন বলে ঘোষনা করেন।

railMB

railMB1

Leave a Reply